শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
হাওর রক্ষা বাঁধে দুর্নীতি ও অনিয়মের দায়ে শামসুল ইসলাম নামে প্রকল্পের সদস্যসচিবকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হুরামন্দির হাওরে বিক্ষুব্ধ জনতা ও স্থানীয় কৃষকেদের কাছে তিনি বেধড়ক মারপিটের শিকার হয়েছেন বলে জানা গেছে। পরে তিনি দিরাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওই প্রকল্প কমিটির (পিআইসি) সদস্যসচিব শামসুল ইসলাম ওই এলাকার চানপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
স্থানীয়রা বলছে, শাল্লা হুরামন্দির হাওরের ৫৫ নম্বর পিআইসির বাঁধে ফাটল দেখা দেওয়ায় আশপাশের চার গ্রামের মানুষ মসজিদে মাইকিং করে মেরামতের কাজে লিপ্ত হয়। এ সময় প্রকল্পের সদস্যসচিব শামসুল ইসলামকে বেধড়ক মারপিট করা হয়। আহত শামসুল ইসলাম দিরাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত শামসুল বলেন, ‘রাতে বাঁধের কিছু জায়গায় ফাটল ধরলে সকালে আমরা মাইকিং করে মেরামতের কাজে যাই। এ সময় লোকজন আমাদের বলে টাকা দিয়ে শ্রমিক নিয়ে মেরামত কাজ করতে। তখন আমি বলেছি, দুটি বিল পেয়েছি বর্তমানে আমাদের হাতে কোনো টাকা নেই। এ সময় আটবাড়ি গ্রামের ছুফি মিয়ার নেতৃত্বে কয়েকজন আমার ওপর হামলা চালায়।’
হামলা ও মারধরের সত্যতা নিশ্চিত করে জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাবলু বলেন, ‘হুরামন্দির হাওরের একটি বাঁধে ফাটল দেখা দেওয়ায় আশপাশের কয়েক গ্রামের মানুষ মেরামতের কাজে জড়ো হয়। বিক্ষুব্ধ হয়ে স্থানীয় কৃষকেরা পিআইসির সেক্রেটারি শামসুলকে মারধর করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার আগেই আহত শামসুলকে উপজেলা হাসপাতালে নিয়ে যায় তাঁর স্বজনেরা।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর আলম বলেন, ‘বিষয়টি আমার জানলাম। খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
হাওর রক্ষা বাঁধে দুর্নীতি ও অনিয়মের দায়ে শামসুল ইসলাম নামে প্রকল্পের সদস্যসচিবকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হুরামন্দির হাওরে বিক্ষুব্ধ জনতা ও স্থানীয় কৃষকেদের কাছে তিনি বেধড়ক মারপিটের শিকার হয়েছেন বলে জানা গেছে। পরে তিনি দিরাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওই প্রকল্প কমিটির (পিআইসি) সদস্যসচিব শামসুল ইসলাম ওই এলাকার চানপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
স্থানীয়রা বলছে, শাল্লা হুরামন্দির হাওরের ৫৫ নম্বর পিআইসির বাঁধে ফাটল দেখা দেওয়ায় আশপাশের চার গ্রামের মানুষ মসজিদে মাইকিং করে মেরামতের কাজে লিপ্ত হয়। এ সময় প্রকল্পের সদস্যসচিব শামসুল ইসলামকে বেধড়ক মারপিট করা হয়। আহত শামসুল ইসলাম দিরাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত শামসুল বলেন, ‘রাতে বাঁধের কিছু জায়গায় ফাটল ধরলে সকালে আমরা মাইকিং করে মেরামতের কাজে যাই। এ সময় লোকজন আমাদের বলে টাকা দিয়ে শ্রমিক নিয়ে মেরামত কাজ করতে। তখন আমি বলেছি, দুটি বিল পেয়েছি বর্তমানে আমাদের হাতে কোনো টাকা নেই। এ সময় আটবাড়ি গ্রামের ছুফি মিয়ার নেতৃত্বে কয়েকজন আমার ওপর হামলা চালায়।’
হামলা ও মারধরের সত্যতা নিশ্চিত করে জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাবলু বলেন, ‘হুরামন্দির হাওরের একটি বাঁধে ফাটল দেখা দেওয়ায় আশপাশের কয়েক গ্রামের মানুষ মেরামতের কাজে জড়ো হয়। বিক্ষুব্ধ হয়ে স্থানীয় কৃষকেরা পিআইসির সেক্রেটারি শামসুলকে মারধর করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার আগেই আহত শামসুলকে উপজেলা হাসপাতালে নিয়ে যায় তাঁর স্বজনেরা।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর আলম বলেন, ‘বিষয়টি আমার জানলাম। খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এজলাস কক্ষে তানজিরের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ ঘটনায় নাজিরের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
৯ মিনিট আগে৮০ বছরের বেশি বয়স আবদুর রশিদের। বার্ধক্যজনিত কারণে শারীরিক নানা জটিলতায় দিন পার করছেন তিনি। অভাবের সংসারে চিকিৎসার খরচ কিছুটা হলেও মেটাতে পারতেন সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া বয়স্ক ভাতার টাকা দিয়ে। মোবাইল ব্যাংকিং সেবা নগদের নম্বরে তিন মাস পরপর এই টাকা আসে। প্রতিবারের মতো এবারও..
২৭ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সাংবাদিককে মারধরের ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩১ মিনিট আগেগোপালগঞ্জে মোটরসাইকেলে ট্রাক চাপায় এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৬ মিনিট আগে