কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রাইভেট কারের (ব্যক্তিগত গাড়ি) পেছনের সিটে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তারা। দীর্ঘ সময় গাড়িতে থাকায় গরুগুলো দমবন্ধ হয়ে মারা যায়। সুযোগ বুঝে সড়কের পাশে গাড়ি থামিয়ে মরা গরু ফেলতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল পাঁচ ব্যক্তি। পরে পুলিশ তাদের আটক করে প্রাইভেট কারসহ থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বর্নি এলাকায়।
আটকেরা হলেন-সুনামগঞ্জের ছাতক উপজেলার খাসগাঁও গ্রামের সানুর আলী, সাউদপুর গ্রামের রুয়েল আহমদ, সিলেটের ওসমানী নগর থানার পশ্চিম তিলাপাড়ার নজরুল ইসলাম ও কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি গ্রামের শামসুদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ ব্যক্তি একটি প্রাইভেট কারের ভেতরে দুইটি গরু নিয়ে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল। বেলা ২টার দিকে বর্নি এলাকায় পৌঁছে গাড়ি থেকে গরু নামানো হয়। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা তাদের আটক করেন। পরে পুলিশ গিয়ে প্রাইভেট কারসহ তাদের থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক শরীফুল আলম বলেন, ‘আটক পাঁচ ব্যক্তি পেশাদার গরু চোর। তারা মৌলভীবাজারের পাহাড়ি এলাকা থেকে দুইটি গরু চুরি করে প্রাইভেট কারে করে নিয়ে এসেছিল। গরুগুলো মারা গেলে মহাসড়কের পাশের খালে ফেলতে গিয়ে ধরা পড়ে তারা।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘চক্রটি দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের পাহাড়ি এলাকা থেকে প্রাইভেট কারে করে গরু চুরি করে আসছিল। শুক্রবার চুরি করা দুইটি গরু গাড়িতে করে কোম্পানীগঞ্জে নিয়ে এসে ধরা পড়ে তারা। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।’
প্রাইভেট কারের (ব্যক্তিগত গাড়ি) পেছনের সিটে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তারা। দীর্ঘ সময় গাড়িতে থাকায় গরুগুলো দমবন্ধ হয়ে মারা যায়। সুযোগ বুঝে সড়কের পাশে গাড়ি থামিয়ে মরা গরু ফেলতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল পাঁচ ব্যক্তি। পরে পুলিশ তাদের আটক করে প্রাইভেট কারসহ থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বর্নি এলাকায়।
আটকেরা হলেন-সুনামগঞ্জের ছাতক উপজেলার খাসগাঁও গ্রামের সানুর আলী, সাউদপুর গ্রামের রুয়েল আহমদ, সিলেটের ওসমানী নগর থানার পশ্চিম তিলাপাড়ার নজরুল ইসলাম ও কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি গ্রামের শামসুদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ ব্যক্তি একটি প্রাইভেট কারের ভেতরে দুইটি গরু নিয়ে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল। বেলা ২টার দিকে বর্নি এলাকায় পৌঁছে গাড়ি থেকে গরু নামানো হয়। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা তাদের আটক করেন। পরে পুলিশ গিয়ে প্রাইভেট কারসহ তাদের থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক শরীফুল আলম বলেন, ‘আটক পাঁচ ব্যক্তি পেশাদার গরু চোর। তারা মৌলভীবাজারের পাহাড়ি এলাকা থেকে দুইটি গরু চুরি করে প্রাইভেট কারে করে নিয়ে এসেছিল। গরুগুলো মারা গেলে মহাসড়কের পাশের খালে ফেলতে গিয়ে ধরা পড়ে তারা।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘চক্রটি দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের পাহাড়ি এলাকা থেকে প্রাইভেট কারে করে গরু চুরি করে আসছিল। শুক্রবার চুরি করা দুইটি গরু গাড়িতে করে কোম্পানীগঞ্জে নিয়ে এসে ধরা পড়ে তারা। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে