ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিরাপদ পানি সরবরাহের জন্য সরকারি অর্থায়নে ৯৫টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তিনটি প্রকল্পের আওতায় স্থাপন করা এসব গভীর নলকূপ থেকে প্রায় ২ হাজার ১০৫টি পরিবার নিরাপদ পানি পাবে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে ভূরুঙ্গামারীতে প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ৫৮টি, মানবসম্পদ উন্নয়নে পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় ৩৫টি এবং আশ্রয়ণ প্রকল্পের জন্য ২টিসহ মোট ৯৫টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় স্থাপন করা গভীর নলকূপ থেকে ৫৮০টি পরিবারে নিরাপদ পানি সরবরাহ করা হবে। প্রতিটি নলকূপ থেকে পাইপের মাধ্যমে ১০টি বাড়িতে পানি সরবরাহ করা হবে।
মানবসম্পদ উন্নয়নে পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় স্থাপন করা গভীর নলকূপ থেকে ১ হাজার ৪০০ পরিবার সুপেয় পানি পাবে। প্রতিটি নলকূপ থেকে পাইপের মাধ্যমে ৪০টি বাড়িতে পানি সরবরাহ করা হবে।
এ ছাড়া বঙ্গ সোনাহাট ও পাইকেরছড়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের জন্য স্থাপন করা গভীর নলকূপ থেকে পাইপের মাধ্যমে সেখানকার প্রায় ১২৫টি পরিবারকে নিরাপদ পানি সরবরাহ করা হবে।
প্রতিটি নলকূপের ১ দশমিক ৫ অশ্বশক্তির বৈদ্যুতিক মোটর মাটির ৬০০ ফুট গভীর থেকে পানি উত্তোলন করবে। পানি সংরক্ষণের জন্য ১৫ ও ২৫ ফুট উচ্চতার কংক্রিটের কাঠামোর ওপর ৩ হাজার লিটার ধারণক্ষমতার একটি করে ট্যাংক বসানো হয়েছে।
কমিউনিটিভিত্তিক ক্ষুদ্র সরবরাহ প্রকল্পের পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের ফেডারেশন এলাকার কয়েকজন সুফলভোগী বলেন, গভীর নলকূপের পানি নিরাপদ। সরকারি খরচে গভীর নলকূপ করে দেওয়ায় খুশি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভূরুঙ্গামারীর উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু বলেন, গভীর নলকূপ স্থাপনের সময় মাটির গভীরে পাথরের স্তর পড়ে। এতে ব্যয় বেড়ে যায়। সবার পক্ষে নিরাপদ পানির উৎস স্থাপন করা সম্ভব হয় না। তবে গভীর নলকূপের প্রচুর চাহিদা ও প্রয়োজন থাকা সত্ত্বেও নতুন করে বরাদ্দ পাওয়া যায়নি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিরাপদ পানি সরবরাহের জন্য সরকারি অর্থায়নে ৯৫টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তিনটি প্রকল্পের আওতায় স্থাপন করা এসব গভীর নলকূপ থেকে প্রায় ২ হাজার ১০৫টি পরিবার নিরাপদ পানি পাবে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে ভূরুঙ্গামারীতে প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ৫৮টি, মানবসম্পদ উন্নয়নে পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় ৩৫টি এবং আশ্রয়ণ প্রকল্পের জন্য ২টিসহ মোট ৯৫টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় স্থাপন করা গভীর নলকূপ থেকে ৫৮০টি পরিবারে নিরাপদ পানি সরবরাহ করা হবে। প্রতিটি নলকূপ থেকে পাইপের মাধ্যমে ১০টি বাড়িতে পানি সরবরাহ করা হবে।
মানবসম্পদ উন্নয়নে পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় স্থাপন করা গভীর নলকূপ থেকে ১ হাজার ৪০০ পরিবার সুপেয় পানি পাবে। প্রতিটি নলকূপ থেকে পাইপের মাধ্যমে ৪০টি বাড়িতে পানি সরবরাহ করা হবে।
এ ছাড়া বঙ্গ সোনাহাট ও পাইকেরছড়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের জন্য স্থাপন করা গভীর নলকূপ থেকে পাইপের মাধ্যমে সেখানকার প্রায় ১২৫টি পরিবারকে নিরাপদ পানি সরবরাহ করা হবে।
প্রতিটি নলকূপের ১ দশমিক ৫ অশ্বশক্তির বৈদ্যুতিক মোটর মাটির ৬০০ ফুট গভীর থেকে পানি উত্তোলন করবে। পানি সংরক্ষণের জন্য ১৫ ও ২৫ ফুট উচ্চতার কংক্রিটের কাঠামোর ওপর ৩ হাজার লিটার ধারণক্ষমতার একটি করে ট্যাংক বসানো হয়েছে।
কমিউনিটিভিত্তিক ক্ষুদ্র সরবরাহ প্রকল্পের পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের ফেডারেশন এলাকার কয়েকজন সুফলভোগী বলেন, গভীর নলকূপের পানি নিরাপদ। সরকারি খরচে গভীর নলকূপ করে দেওয়ায় খুশি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভূরুঙ্গামারীর উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু বলেন, গভীর নলকূপ স্থাপনের সময় মাটির গভীরে পাথরের স্তর পড়ে। এতে ব্যয় বেড়ে যায়। সবার পক্ষে নিরাপদ পানির উৎস স্থাপন করা সম্ভব হয় না। তবে গভীর নলকূপের প্রচুর চাহিদা ও প্রয়োজন থাকা সত্ত্বেও নতুন করে বরাদ্দ পাওয়া যায়নি।
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১৫ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
২৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে