উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লাইব্রেরিয়ান আছে কিন্তু লাইব্রেরি নেই। অধিকাংশ বিদ্যালয়ে লাইব্রেরির কোনো অস্তিত্বই নেই। কিছু কিছু বিদ্যালয়ে শিক্ষকদের কমনরুমের আলমারিতে কিছু বই থাকলেও তা শিক্ষার্থীদের কোনো উপকারে আসে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১১৬টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা রয়েছে এ উপজেলায়। এর মধ্যে ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটিতে রয়েছেন একজন করে লাইব্রেরিয়ান। এ ছাড়া ৫৬টি মাদ্রাসার মধ্যে ১৩ টিতে রয়েছে একজন করে লাইব্রেরিয়ান। শিক্ষা অফিস বলছে, ২০২১ সালে লাইব্রেরিয়ান পদটিকে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (সহকারী শিক্ষক) পদ সৃষ্টি করা হয়।
সরেজমিন উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলোতে আলাদা কোনো লাইব্রেরির কক্ষ নেই। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরির কোনো অস্তিত্বই নেই।
উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একটি কক্ষের অর্ধেক অংশ আলমারি দিয়ে বিভক্ত করা হয়েছে। একদিকে লাইব্রেরি অন্যদিকে ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। উলিপুর এমএস স্কুল এন্ড কলেজে গিয়ে দেখা যায়, সেখানে লাইব্রেরির কোনো অস্তিত্ব নেই। শিক্ষকদের কমনরুমের আলমারির মধ্যে পুরোনো কিছু বই আছে। উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সারি সারি ভবন থাকলেও নেই কোনো লাইব্রেরি। এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলের মাধ্যমিক বিদ্যালয় গুলোতে লাইব্রেরি নেই। ফলে দুই একটি বিদ্যালয়ে আংশিক লাইব্রেরি থাকলেও তা শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না। এতে করে জ্ঞান আহরণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস কবির জানান, তাঁর বিদ্যালয়ে আংশিক লাইব্রেরি রয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে বছরের একবার সেশন ফি আদায় করার সময় লাইব্রেরি ফি বাবদ ১০ থেকে ১৫ টাকা আদায় করা হয়। সেই টাকা দিয়ে প্রতি বছর কিছু কিছু করে বই কেনা হয়। বিদ্যালয়গুলো লাইব্রেরি ফি নিলেও অধিকাংশ বিদ্যালয়ে লাইব্রেরি নেই।
এই শিক্ষক আরও বলেন, বিদ্যালয়ের মঞ্জুরি নবায়নের শর্ত অনুযায়ী বিদ্যালয়ে লাইব্রেরি থাকতে হবে এবং বইসংখ্যা কমপক্ষে দুই হাজারে উন্নতি করতে হবে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম অধিকাংশ বিদ্যালয়ে লাইব্রেরি না থাকার কথা স্বীকার করে বলেন, প্রধান শিক্ষকের কক্ষে বা টিচার্স কমনরুমে দু-তিনটি আলমারির মধ্যে কিছু বই থাকে। আবার কোনো কোনো বিদ্যালয়ে সেটাও নেই। কিছু কিছু বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। সেখানে লাইব্রেরি জন্য আলাদা কক্ষ থাকার সুযোগ কোথায়।
কুড়িগ্রামের উলিপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লাইব্রেরিয়ান আছে কিন্তু লাইব্রেরি নেই। অধিকাংশ বিদ্যালয়ে লাইব্রেরির কোনো অস্তিত্বই নেই। কিছু কিছু বিদ্যালয়ে শিক্ষকদের কমনরুমের আলমারিতে কিছু বই থাকলেও তা শিক্ষার্থীদের কোনো উপকারে আসে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১১৬টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা রয়েছে এ উপজেলায়। এর মধ্যে ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটিতে রয়েছেন একজন করে লাইব্রেরিয়ান। এ ছাড়া ৫৬টি মাদ্রাসার মধ্যে ১৩ টিতে রয়েছে একজন করে লাইব্রেরিয়ান। শিক্ষা অফিস বলছে, ২০২১ সালে লাইব্রেরিয়ান পদটিকে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (সহকারী শিক্ষক) পদ সৃষ্টি করা হয়।
সরেজমিন উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলোতে আলাদা কোনো লাইব্রেরির কক্ষ নেই। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরির কোনো অস্তিত্বই নেই।
উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একটি কক্ষের অর্ধেক অংশ আলমারি দিয়ে বিভক্ত করা হয়েছে। একদিকে লাইব্রেরি অন্যদিকে ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। উলিপুর এমএস স্কুল এন্ড কলেজে গিয়ে দেখা যায়, সেখানে লাইব্রেরির কোনো অস্তিত্ব নেই। শিক্ষকদের কমনরুমের আলমারির মধ্যে পুরোনো কিছু বই আছে। উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সারি সারি ভবন থাকলেও নেই কোনো লাইব্রেরি। এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলের মাধ্যমিক বিদ্যালয় গুলোতে লাইব্রেরি নেই। ফলে দুই একটি বিদ্যালয়ে আংশিক লাইব্রেরি থাকলেও তা শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না। এতে করে জ্ঞান আহরণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস কবির জানান, তাঁর বিদ্যালয়ে আংশিক লাইব্রেরি রয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে বছরের একবার সেশন ফি আদায় করার সময় লাইব্রেরি ফি বাবদ ১০ থেকে ১৫ টাকা আদায় করা হয়। সেই টাকা দিয়ে প্রতি বছর কিছু কিছু করে বই কেনা হয়। বিদ্যালয়গুলো লাইব্রেরি ফি নিলেও অধিকাংশ বিদ্যালয়ে লাইব্রেরি নেই।
এই শিক্ষক আরও বলেন, বিদ্যালয়ের মঞ্জুরি নবায়নের শর্ত অনুযায়ী বিদ্যালয়ে লাইব্রেরি থাকতে হবে এবং বইসংখ্যা কমপক্ষে দুই হাজারে উন্নতি করতে হবে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম অধিকাংশ বিদ্যালয়ে লাইব্রেরি না থাকার কথা স্বীকার করে বলেন, প্রধান শিক্ষকের কক্ষে বা টিচার্স কমনরুমে দু-তিনটি আলমারির মধ্যে কিছু বই থাকে। আবার কোনো কোনো বিদ্যালয়ে সেটাও নেই। কিছু কিছু বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। সেখানে লাইব্রেরি জন্য আলাদা কক্ষ থাকার সুযোগ কোথায়।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে