ঠাকুরগাঁও প্রতিনিধি
দুই হাতে ক্রাচে ভর করে ঠাকুরগাঁও সদরের আদর্শ কলোনি থেকে কানের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন বৃদ্ধ নুর ইসলাম। দুটি পায়ের অনুভূতি শক্তি হারানো এই বৃদ্ধ দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর চিকিৎসকের শরণাপন্ন হন। এ সময় ওই চিকিৎসকের সামনে একজন ম্যাটস শিক্ষার্থী বসে থাকলেও এ বৃদ্ধকে বসতে দেননি তিনি।
আজ সোমবার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের বর্হিবিভাগে এমন দৃশ্য দেখা যায়।
শুধু বৃদ্ধ নুর ইসলাম নন। সেবা নিতে আসা সব রোগীকেই দাঁড় করিয়ে রেখেই ব্যবস্থাপত্র লিখেন বলে অভিযোগ নাক-কান ও গলা বিশেষজ্ঞ ডা. শেখ মাসুদের বিরুদ্ধে। যদিও তাঁর চেম্বারে রোগীদের বসার জন্য নির্ধারিত চেয়ার রয়েছে।
চিকিৎসক দেখানোর পর ৭৫ বছর বয়সী বৃদ্ধ নুর ইসলাম আজকের পত্রিকা’কে বলেন, ‘দুই পায়ে ক্রাচে ভর করে অনেক কষ্টের পর ডাক্তার দেখাতে পেরেছি। দাঁড় করিয়ে রেখে চিকিৎসা দিলেও এসব কথা হাসপাতালে বলা যাবে না। কষ্ট হয়, তবুও কিছু করার নেই।’
রোগীদের দাঁড় করিয়ে ব্যবস্থাপত্র দেওয়ার কারণ জানতে চাইলে ডা. শেখ মাসুদ বলেন, ‘এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসা করুন, তিনি বলতে পারবেন।’
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘রোগীদের দাঁড় করিয়ে রেখে চিকিৎসকেরা চিকিৎসা দেবেন, এটি কাঙ্ক্ষিত না। বসে থেকে চিকিৎসকের কাছ থেকে সেবা নিবে, এটাই হওয়া উচিত। শুধু একটি চেম্বারে না, সবগুলো চেম্বারে রোগীদের বসে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে কি না এ বিষয়টি খতিয়ে দেখা হবে।’
আরও খবর পড়ুন:
দুই হাতে ক্রাচে ভর করে ঠাকুরগাঁও সদরের আদর্শ কলোনি থেকে কানের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন বৃদ্ধ নুর ইসলাম। দুটি পায়ের অনুভূতি শক্তি হারানো এই বৃদ্ধ দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর চিকিৎসকের শরণাপন্ন হন। এ সময় ওই চিকিৎসকের সামনে একজন ম্যাটস শিক্ষার্থী বসে থাকলেও এ বৃদ্ধকে বসতে দেননি তিনি।
আজ সোমবার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের বর্হিবিভাগে এমন দৃশ্য দেখা যায়।
শুধু বৃদ্ধ নুর ইসলাম নন। সেবা নিতে আসা সব রোগীকেই দাঁড় করিয়ে রেখেই ব্যবস্থাপত্র লিখেন বলে অভিযোগ নাক-কান ও গলা বিশেষজ্ঞ ডা. শেখ মাসুদের বিরুদ্ধে। যদিও তাঁর চেম্বারে রোগীদের বসার জন্য নির্ধারিত চেয়ার রয়েছে।
চিকিৎসক দেখানোর পর ৭৫ বছর বয়সী বৃদ্ধ নুর ইসলাম আজকের পত্রিকা’কে বলেন, ‘দুই পায়ে ক্রাচে ভর করে অনেক কষ্টের পর ডাক্তার দেখাতে পেরেছি। দাঁড় করিয়ে রেখে চিকিৎসা দিলেও এসব কথা হাসপাতালে বলা যাবে না। কষ্ট হয়, তবুও কিছু করার নেই।’
রোগীদের দাঁড় করিয়ে ব্যবস্থাপত্র দেওয়ার কারণ জানতে চাইলে ডা. শেখ মাসুদ বলেন, ‘এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসা করুন, তিনি বলতে পারবেন।’
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘রোগীদের দাঁড় করিয়ে রেখে চিকিৎসকেরা চিকিৎসা দেবেন, এটি কাঙ্ক্ষিত না। বসে থেকে চিকিৎসকের কাছ থেকে সেবা নিবে, এটাই হওয়া উচিত। শুধু একটি চেম্বারে না, সবগুলো চেম্বারে রোগীদের বসে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে কি না এ বিষয়টি খতিয়ে দেখা হবে।’
আরও খবর পড়ুন:
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে