দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে গ্যারেজে রাখা ভুট্টাবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। আজ সোমবার ভোর ৫টার দিকে শহরের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর মুক্তিযোদ্ধা আদর্শ গ্রামের সামনে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে একটি গ্যারেজের সামনে ভুট্টাবোঝাই একটি ট্রাক পার্ক করে রাখেন আনন্দসাগর মুক্তিযোদ্ধা আদর্শ গ্রামের এলাকার বাসিন্দা গুলজার হোসেন। সোমবার ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকটির সামনের কেবিনের অংশ পুড়ে গেছে। ট্রাকটিতে কেউ অবস্থান না করায় হতাহত হয়নি।
ট্রাকের মালিক ও চালক গুলজার হোসেন বলেন, ‘ট্রাকে ভুট্টাবোঝাই করে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আনন্দসাগর মুক্তিযোদ্ধা আদর্শ গ্রামে একটি গ্যারেজের সামনে রেখে পাশে বাড়িতে ঘুমিয়ে পড়ি। সকালে ট্রাকটি নিয়ে চট্টগ্রামের চৌমহনি যাওয়ার কথা ছিল। ভোরে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন গাড়িচালকের আগুন চিৎকারে এলাকার মানুষ ঘুম থেকে জেগে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখতে পান। এলাকার মানুষ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার একমাত্র সম্বল ট্রাকটি যারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের আমি শাস্তি চাই। এ সময় আগুন দেওয়ায় তার ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, ভোর ৫টার দিকে ভুট্টাবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দিনাজপুরে গ্যারেজে রাখা ভুট্টাবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। আজ সোমবার ভোর ৫টার দিকে শহরের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর মুক্তিযোদ্ধা আদর্শ গ্রামের সামনে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে একটি গ্যারেজের সামনে ভুট্টাবোঝাই একটি ট্রাক পার্ক করে রাখেন আনন্দসাগর মুক্তিযোদ্ধা আদর্শ গ্রামের এলাকার বাসিন্দা গুলজার হোসেন। সোমবার ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকটির সামনের কেবিনের অংশ পুড়ে গেছে। ট্রাকটিতে কেউ অবস্থান না করায় হতাহত হয়নি।
ট্রাকের মালিক ও চালক গুলজার হোসেন বলেন, ‘ট্রাকে ভুট্টাবোঝাই করে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আনন্দসাগর মুক্তিযোদ্ধা আদর্শ গ্রামে একটি গ্যারেজের সামনে রেখে পাশে বাড়িতে ঘুমিয়ে পড়ি। সকালে ট্রাকটি নিয়ে চট্টগ্রামের চৌমহনি যাওয়ার কথা ছিল। ভোরে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন গাড়িচালকের আগুন চিৎকারে এলাকার মানুষ ঘুম থেকে জেগে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখতে পান। এলাকার মানুষ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার একমাত্র সম্বল ট্রাকটি যারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের আমি শাস্তি চাই। এ সময় আগুন দেওয়ায় তার ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, ভোর ৫টার দিকে ভুট্টাবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১১ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
২৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে