দিনাজপুর প্রতিনিধি
গ্রীষ্মকালে প্রচণ্ড গরম আর কালবৈশাখীর সঙ্গে দিনাজপুরবাসী পরিচিত হলেও এই সময়ে কুয়াশার সঙ্গে পরিচিত নয় তারা। অথচ গতকাল শনিবার গ্রীষ্মের এই ভরা মৌসুমে কুয়াশা প্রত্যক্ষ করেছে দিনাজপুরবাসী। হঠাৎ করে এ ধরনের বৈচিত্র্যময় আবহাওয়ায় জেলাবাসী উৎকণ্ঠিত হয়ে পড়েছে।
দিনাজপুরে রাতে শীতের আবহাওয়া বিরাজ করায় অনেককেই বাধ্য হয়ে গায়ে নিতে হচ্ছে কাঁথা-কম্বল। মাঝেমধ্যে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সকালবেলা হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি।
কৃষক সাজেদুর রহমান বলেন, ‘এ ধরনের আবহাওয়া আগে কখনো দেখি নাই। দিনের বেলা প্রচণ্ড রোদ, মাঠে দাঁড়ানোই যায় না। আবার কখনো শিলাবৃষ্টি হচ্ছে। এত বড় বড় শিলা পড়ছে যে ভয় লাগে। আমরা যখন মাঠে কাজ করি, কোথাও তো আশ্রয় নেওয়ার জায়গা থাকে না। আবার রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে।’
দিনাজপুর আবহওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, গত দুই দিন বৃষ্টি হওয়ার পর রোদ হওয়ায় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কুয়াশা হতে পারে। এতে ক্ষতির কোনো আশঙ্কা নেই। দুই-এক দিন এ ধরনের আবহাওয়া থাকতে পারে। এ ছাড়া আগামী এক সপ্তাহ থেমে থেমে বৃষ্টি হতে পারে, হতে পারে শিলাবৃষ্টিও। এ জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, এ সময় সাধারণত মৌসুমি সর্দি, কাশি ও জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। সবাইকে অতিরিক্ত রোদ কিংবা ঠান্ডা লাগানো পরিহার করতে হবে।
গ্রীষ্মকালে প্রচণ্ড গরম আর কালবৈশাখীর সঙ্গে দিনাজপুরবাসী পরিচিত হলেও এই সময়ে কুয়াশার সঙ্গে পরিচিত নয় তারা। অথচ গতকাল শনিবার গ্রীষ্মের এই ভরা মৌসুমে কুয়াশা প্রত্যক্ষ করেছে দিনাজপুরবাসী। হঠাৎ করে এ ধরনের বৈচিত্র্যময় আবহাওয়ায় জেলাবাসী উৎকণ্ঠিত হয়ে পড়েছে।
দিনাজপুরে রাতে শীতের আবহাওয়া বিরাজ করায় অনেককেই বাধ্য হয়ে গায়ে নিতে হচ্ছে কাঁথা-কম্বল। মাঝেমধ্যে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সকালবেলা হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি।
কৃষক সাজেদুর রহমান বলেন, ‘এ ধরনের আবহাওয়া আগে কখনো দেখি নাই। দিনের বেলা প্রচণ্ড রোদ, মাঠে দাঁড়ানোই যায় না। আবার কখনো শিলাবৃষ্টি হচ্ছে। এত বড় বড় শিলা পড়ছে যে ভয় লাগে। আমরা যখন মাঠে কাজ করি, কোথাও তো আশ্রয় নেওয়ার জায়গা থাকে না। আবার রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে।’
দিনাজপুর আবহওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, গত দুই দিন বৃষ্টি হওয়ার পর রোদ হওয়ায় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কুয়াশা হতে পারে। এতে ক্ষতির কোনো আশঙ্কা নেই। দুই-এক দিন এ ধরনের আবহাওয়া থাকতে পারে। এ ছাড়া আগামী এক সপ্তাহ থেমে থেমে বৃষ্টি হতে পারে, হতে পারে শিলাবৃষ্টিও। এ জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, এ সময় সাধারণত মৌসুমি সর্দি, কাশি ও জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। সবাইকে অতিরিক্ত রোদ কিংবা ঠান্ডা লাগানো পরিহার করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
৩ মিনিট আগেরাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
১৩ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ টাকার একটি চিতই পিঠার সঙ্গে বিনা মূল্যে মিলছে ৩০ রকমের ভর্তা। সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পিঠার দোকানে ভিড় লেগে থাকে। আর ভোজনরসিকেরা পরম তৃপ্তির সঙ্গে পিঠার স্বাদ নেন।
১৬ মিনিট আগেলক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
১৭ মিনিট আগে