লক্ষ্মীপুরে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় শিশু নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১৫: ৪৭
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মহাসড়কে জকসিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নুর মোহাম্মদ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা বলে জানান তিনি। ময়নাতদন্ত ছাড়াই শিশুর লাশ দাফন করতে বাধা নেই। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জকসিন বাজারের কাচারি পোলের কাছে আজ দুপুরে রাস্তা-পার হচ্ছিল আহনাফ হোসেন। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা জোনাকী পরিবহনের একটি বাহী বাস শিশু আহনাফ হোসেনকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে। পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত