নিখোঁজের ৫ দিন পর ভুট্টাখেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ১৫: ১৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ভুট্টাখেত থেকে তৈমুর ইসলাম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রামপুর বাজারসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত তৈমুর ইসলাম নন্দুয়ার ইউনিয়নের গোচিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ভুট্টাখেত থেকে দুর্গন্ধ ছড়ালে খেতের মালিক আমিরুল ইসলাম খোঁজাখুঁজির একপর্যায়ে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি স্থানীয়দের খবর দেন। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।

মৃত তৈমুর ইসলাম ছেলে কামাল জানান, গত শনিবার বাসা থেকে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বের হন তাঁর বাবা। তবে তিনি আত্মীয়ের বাড়িতে যাননি। সেদিন থেকেই নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রামপুর এলাকায় একজন বয়স্ক মানুষের পরিত্যক্ত লাশ পাওয়া গেছে শুনে এখানে গিয়ে তাঁর বাবার লাশ দেখেন। এ মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেয় বলে জানিয়েছেন কামাল হোসেন।

সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মোহা. রেজাউল হক বলেন, মরদেহটি ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত