নীলফামারীর ও সৈয়দপুর প্রতিনিধি
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (ড্যাশ-৮ ডি) অবতরণের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
এতে করে বিমানবন্দরটিতে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। কয়েকটি ফ্লাইটের শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে রানওয়ে থেকে বিমানটি সরিয়ে নেওয়া হলে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।
সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, এদিন ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ ডি ফ্লাইট সাড়ে ৮টায় বিমানবন্দরের রানওয়েতে নামে। এ সময় বিমানের সামনের চাকায় (নোস হুইল) ত্রুটি দেখা দেয়। বিমানটি থেমে যাওয়ায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে ফ্লাইটে থাকা ৬০ জন যাত্রী প্রাণে রক্ষা পান।
এদিকে বিমানটি রানওয়েতে বিকল হওয়ায় সকাল সাড়ে ৮টা থেকে বিমানবন্দরের অন্য ফ্লাইট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় ফ্লাইটটি রানওয়ে থেকে মূল টার্মিনাল ভবনের কাছে নিয়ে আসার পর অন্যান্য ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।
বাংলাদেশ বিমান সৈয়দপুর জেলা বিমান অফিসের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবীর আজকের পত্রিকাকে জানান, ‘সেনানিবাসের একদল প্রকৌশলীসহ স্থানীয় টেকনিশিয়ান বিমানটির ত্রুটি সারানোর জন্য কাজ করছেন। আশা করছি দ্রুত তা সারানো যাবে।’
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লোব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ বিমানের সামনের চাকা ত্রুটির কারণে রানওয়েতে বিকল হয়ে যায়। এ সময় প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে অন্যান্য বিমান সংস্থার ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। এতে করে কয়েকটি ফ্লাইটের যাত্রী বিমানবন্দরে আটকা পড়ে। বিমানবন্দরের যাত্রী চাপ সৃষ্টি হয়। পরে বিকল ফ্লাইটটি টার্মিনাল ভবনে সরিয়ে আনা হলে দুপুর সাড়ে ১২টার পর ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয় বলে জানান তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (ড্যাশ-৮ ডি) অবতরণের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
এতে করে বিমানবন্দরটিতে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। কয়েকটি ফ্লাইটের শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে রানওয়ে থেকে বিমানটি সরিয়ে নেওয়া হলে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।
সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, এদিন ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ ডি ফ্লাইট সাড়ে ৮টায় বিমানবন্দরের রানওয়েতে নামে। এ সময় বিমানের সামনের চাকায় (নোস হুইল) ত্রুটি দেখা দেয়। বিমানটি থেমে যাওয়ায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে ফ্লাইটে থাকা ৬০ জন যাত্রী প্রাণে রক্ষা পান।
এদিকে বিমানটি রানওয়েতে বিকল হওয়ায় সকাল সাড়ে ৮টা থেকে বিমানবন্দরের অন্য ফ্লাইট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় ফ্লাইটটি রানওয়ে থেকে মূল টার্মিনাল ভবনের কাছে নিয়ে আসার পর অন্যান্য ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।
বাংলাদেশ বিমান সৈয়দপুর জেলা বিমান অফিসের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবীর আজকের পত্রিকাকে জানান, ‘সেনানিবাসের একদল প্রকৌশলীসহ স্থানীয় টেকনিশিয়ান বিমানটির ত্রুটি সারানোর জন্য কাজ করছেন। আশা করছি দ্রুত তা সারানো যাবে।’
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লোব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ বিমানের সামনের চাকা ত্রুটির কারণে রানওয়েতে বিকল হয়ে যায়। এ সময় প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে অন্যান্য বিমান সংস্থার ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। এতে করে কয়েকটি ফ্লাইটের যাত্রী বিমানবন্দরে আটকা পড়ে। বিমানবন্দরের যাত্রী চাপ সৃষ্টি হয়। পরে বিকল ফ্লাইটটি টার্মিনাল ভবনে সরিয়ে আনা হলে দুপুর সাড়ে ১২টার পর ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয় বলে জানান তিনি।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২৭ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে