পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় রথমেলা ঘিরে কয়েকটি স্থানে মাদক বেচাকেনার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় চিহ্নিত একটি মাদক বিক্রেতা চক্র এই কাজ করছে।
জানা গেছে, উপজেলার রাজবাড়ী মাঠে গত ২১ জুন শুরু হওয়া রথমেলা চলবে আগামীকাল পর্যন্ত। আয়োজক কমিটি এ উপলক্ষে রাজবাড়ী মাঠে খেলাধুলা ও বিভিন্ন পণ্য বিক্রির স্টল বসিয়েছে। এই মেলা ঘিরে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর আনাগোনা বেড়ে যায়।
সেলিম রেজা নামে মেলায় আসা এক দর্শনার্থী বলেন, ‘কিছু লোককে মেলার আনাচ-কানাচে মাদক সেবন করতে দেখেছি। এই মেলায় আমি আগেও এসেছি, কিন্তু এমন দৃশ্য আর দেখিনি। এমন হতে থাকলে এই মেলায় সাধারণ মানুষ আসা বন্ধ করে দেবে।’
মেলার ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, একটি চক্র মেলাজুড়ে বিচরণ করছে। তারা প্যান্টের পকেটে ইয়াবা, হেরোইন, গাঁজা নিয়ে ঘোরে। হাঁটাচলার মধ্যেই তারা এসব বিক্রি করছে। পাশের একটি বাড়ি থেকে ফেনসিডিল সরবরাহ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীরা প্রভাবশালীদের মদদে চলে। যে কারণে প্রাণভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।
তবে রথমেলা আয়োজক কমিটির সভাপতি চঞ্চল চৌধুরী বলেন, ‘মেলায় মাদক বিক্রি বা বেআইনি কোনো কাজ হচ্ছে কি না জানা নেই। যদি হয়ে থাকে, তবে তা পুলিশ-প্রশাসন দেখবে।’
এ ব্যাপারে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, মেলায় মাদক কেনাবেচার বিষয়টি জানা নেই। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
রাজশাহীর পুঠিয়ায় রথমেলা ঘিরে কয়েকটি স্থানে মাদক বেচাকেনার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় চিহ্নিত একটি মাদক বিক্রেতা চক্র এই কাজ করছে।
জানা গেছে, উপজেলার রাজবাড়ী মাঠে গত ২১ জুন শুরু হওয়া রথমেলা চলবে আগামীকাল পর্যন্ত। আয়োজক কমিটি এ উপলক্ষে রাজবাড়ী মাঠে খেলাধুলা ও বিভিন্ন পণ্য বিক্রির স্টল বসিয়েছে। এই মেলা ঘিরে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর আনাগোনা বেড়ে যায়।
সেলিম রেজা নামে মেলায় আসা এক দর্শনার্থী বলেন, ‘কিছু লোককে মেলার আনাচ-কানাচে মাদক সেবন করতে দেখেছি। এই মেলায় আমি আগেও এসেছি, কিন্তু এমন দৃশ্য আর দেখিনি। এমন হতে থাকলে এই মেলায় সাধারণ মানুষ আসা বন্ধ করে দেবে।’
মেলার ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, একটি চক্র মেলাজুড়ে বিচরণ করছে। তারা প্যান্টের পকেটে ইয়াবা, হেরোইন, গাঁজা নিয়ে ঘোরে। হাঁটাচলার মধ্যেই তারা এসব বিক্রি করছে। পাশের একটি বাড়ি থেকে ফেনসিডিল সরবরাহ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীরা প্রভাবশালীদের মদদে চলে। যে কারণে প্রাণভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।
তবে রথমেলা আয়োজক কমিটির সভাপতি চঞ্চল চৌধুরী বলেন, ‘মেলায় মাদক বিক্রি বা বেআইনি কোনো কাজ হচ্ছে কি না জানা নেই। যদি হয়ে থাকে, তবে তা পুলিশ-প্রশাসন দেখবে।’
এ ব্যাপারে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, মেলায় মাদক কেনাবেচার বিষয়টি জানা নেই। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে