বগুড়া প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে সিলগালা করা একটি গুদাম থেকে ট্রাকযোগে চাল বের করে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ৩০ নভেম্বর সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চালসহ গুদাম সিলগালা করা হয়। তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, গুদামটি এখনো সিলগালা অবস্থায় রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরদিন গুদামের মালিক ওই গুদামের এক পাশের টিনের বেড়া সরিরে ভেতরে ট্রাক ঢোকানোর ব্যবস্থা করেন। পরে ট্রাকে করে সেখানকার জব্দ করা চালগুলো সরিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, ৩০ নভেম্বর ধান-চাল ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য শাহাদত হোসেনের নির্মাণাধীন ভবনের গুদামে ১ হাজার ১৩০ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল পাওয়া যায়। চালগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম গুদামের দায়িত্বে থাকা শাহাদতের ছোট ভাই শাহীন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে চাল জব্দ করে ওই গুদাম সিলগালা
করে। জব্দ তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দিয়ে এসব চালের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের নির্দেশও দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাৎক্ষণিকভাবে সেখান থেকে চাল সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় থানা-পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
শাহাদত হোসেন বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দিনে আমি বাইরে ছিলাম। এ সময় সেখান থেকে আমার নিজস্ব চাল জব্দ করা হয়। শুধু বস্তায় খাদ্য বান্ধব কর্মসূচির সিল থাকার কারণে সেসব জব্দ করে। ওই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য কাগজপত্র চাইলেও খাদ্য বিভাগ থেকে আমাকে তা সরবরাহ করা হয়নি। ঘটনার পর থেকে আমি বা আমার পরিবারের কেউ সেখানে যায়নি। গুদামে চালগুলো আছে কি নেই, তা খাদ্য বিভাগ বলতে পারবে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান বলেন, ‘অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমাকে জব্দ তালিকা দিয়ে চাবি নিয়ে গেছেন। আমি প্রতিদিন গিয়ে সিলগালা ঠিক আছে কি না, তা যাচাই করে আসি। সিলগালা তো খোলা হয়নি, এখন ভেতরে চাল আছে না নেই, সেটি গুদাম না খুললে বলা সম্ভব নয়।’
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, সাক্ষ্য দেওয়ার জন্য তিনি জেলার বাইরে আছেন। সেখানে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
আশরাফুল ইসলাম বলেন, ‘লোকমুখে চাল সরিয়ে নেওয়ার বিষয়টি শুনেছি। গতকাল মঙ্গলবার নিজে ওই গুদামে গিয়েছিলেন। যেহেতু বাইরে থেকে সেটি সিলগালা করা আছে। তাই ভেতরে চাল আছে কি নেই, তা নিশ্চিত হওয়া যায়নি।’
বগুড়ার সারিয়াকান্দিতে সিলগালা করা একটি গুদাম থেকে ট্রাকযোগে চাল বের করে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ৩০ নভেম্বর সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চালসহ গুদাম সিলগালা করা হয়। তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, গুদামটি এখনো সিলগালা অবস্থায় রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরদিন গুদামের মালিক ওই গুদামের এক পাশের টিনের বেড়া সরিরে ভেতরে ট্রাক ঢোকানোর ব্যবস্থা করেন। পরে ট্রাকে করে সেখানকার জব্দ করা চালগুলো সরিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, ৩০ নভেম্বর ধান-চাল ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য শাহাদত হোসেনের নির্মাণাধীন ভবনের গুদামে ১ হাজার ১৩০ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল পাওয়া যায়। চালগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম গুদামের দায়িত্বে থাকা শাহাদতের ছোট ভাই শাহীন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে চাল জব্দ করে ওই গুদাম সিলগালা
করে। জব্দ তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দিয়ে এসব চালের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের নির্দেশও দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাৎক্ষণিকভাবে সেখান থেকে চাল সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় থানা-পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
শাহাদত হোসেন বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দিনে আমি বাইরে ছিলাম। এ সময় সেখান থেকে আমার নিজস্ব চাল জব্দ করা হয়। শুধু বস্তায় খাদ্য বান্ধব কর্মসূচির সিল থাকার কারণে সেসব জব্দ করে। ওই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য কাগজপত্র চাইলেও খাদ্য বিভাগ থেকে আমাকে তা সরবরাহ করা হয়নি। ঘটনার পর থেকে আমি বা আমার পরিবারের কেউ সেখানে যায়নি। গুদামে চালগুলো আছে কি নেই, তা খাদ্য বিভাগ বলতে পারবে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান বলেন, ‘অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমাকে জব্দ তালিকা দিয়ে চাবি নিয়ে গেছেন। আমি প্রতিদিন গিয়ে সিলগালা ঠিক আছে কি না, তা যাচাই করে আসি। সিলগালা তো খোলা হয়নি, এখন ভেতরে চাল আছে না নেই, সেটি গুদাম না খুললে বলা সম্ভব নয়।’
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, সাক্ষ্য দেওয়ার জন্য তিনি জেলার বাইরে আছেন। সেখানে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
আশরাফুল ইসলাম বলেন, ‘লোকমুখে চাল সরিয়ে নেওয়ার বিষয়টি শুনেছি। গতকাল মঙ্গলবার নিজে ওই গুদামে গিয়েছিলেন। যেহেতু বাইরে থেকে সেটি সিলগালা করা আছে। তাই ভেতরে চাল আছে কি নেই, তা নিশ্চিত হওয়া যায়নি।’
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১২ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
২৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে