আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদা না পেয়ে পুকুরে বিষ দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আরমান হোসেন। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন রায়কালী গ্রামে পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করছেন। এ জন্য কিছুদিন আগে আরমানসহ চার-পাঁচজন বেলালের কাছে চাঁদা দাবি করেন। কিন্তু তিনি চাঁদা দেননি। এর জেরে গত বুধবার রাতে বেলালের দুটি পুকুরে বিষ দেওয়া হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মাছ মারা যায়।
এ ঘটনায় বেলাল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় ৪জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে পুলিশ রাতেই রায়কালী বাজার থেকে আরমানকে গ্রেপ্তার করে।
বেলাল বলেন, ‘প্রথমে ধারণা করেছিলাম পূর্বশত্রুতার জেরে কেউ আমার দুটি পুকুরে বিষ দিয়েছে। পরে পুলিশের সহযোগিতায় বিষের বোতলের সূত্র ধরে এবং যেই দোকান থেকে ওই বোতলগুলো কেনা হয়েছে তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে পূর্বে চাঁদা চাওয়া ব্যক্তিদের চিনতে পারি।’
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় পুকুরের মালিক বেলাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুকুরপাড়ে পাওয়া আলামতের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং যেই দোকান থেকে ওই বিষের বোতল কেনা হয়েছিল সেটির সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে এক নম্বর আসামি ও ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদা না পেয়ে পুকুরে বিষ দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আরমান হোসেন। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন রায়কালী গ্রামে পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করছেন। এ জন্য কিছুদিন আগে আরমানসহ চার-পাঁচজন বেলালের কাছে চাঁদা দাবি করেন। কিন্তু তিনি চাঁদা দেননি। এর জেরে গত বুধবার রাতে বেলালের দুটি পুকুরে বিষ দেওয়া হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মাছ মারা যায়।
এ ঘটনায় বেলাল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় ৪জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে পুলিশ রাতেই রায়কালী বাজার থেকে আরমানকে গ্রেপ্তার করে।
বেলাল বলেন, ‘প্রথমে ধারণা করেছিলাম পূর্বশত্রুতার জেরে কেউ আমার দুটি পুকুরে বিষ দিয়েছে। পরে পুলিশের সহযোগিতায় বিষের বোতলের সূত্র ধরে এবং যেই দোকান থেকে ওই বোতলগুলো কেনা হয়েছে তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে পূর্বে চাঁদা চাওয়া ব্যক্তিদের চিনতে পারি।’
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় পুকুরের মালিক বেলাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুকুরপাড়ে পাওয়া আলামতের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং যেই দোকান থেকে ওই বিষের বোতল কেনা হয়েছিল সেটির সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে এক নম্বর আসামি ও ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২১ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে