পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
বৈরী আবহাওয়ায় রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। রোগীর স্বজনেরা জানিয়েছেন, গরম বেড়ে যাওয়ায় গত কয়েক দিন ধরে ঘরে ঘরে বয়স্ক ও শিশুরা ডায়রিয়া ও জ্বর-সর্দিতে আক্রান্ত হচ্ছে। তাই রোগী নিয়ে ছুটে আসছে স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসকেরা বলছেন, বৈরী আবহাওয়ার প্রভাব পড়ছে বিভিন্ন বয়সের লোকজনের ওপর। তবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। যথাযথ নিয়মে চিকিৎসাসেবা নিলে দ্রুত সুস্থ হয়ে যাবে অসুস্থরা।
আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, সাধারণ ওয়ার্ডের পাশাপাশি শিশু ওয়ার্ডে রোগীর ভিড়। এদের মধ্যে বেশির ভাগ রোগী জ্বর-সর্দি ও ডায়রিয়ায় আক্রান্ত। এ ছাড়া শ্বাসকষ্টে আক্রান্ত রোগীও আছে বেশ।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, গত সপ্তাহ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, বমি, জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় ৪৫ জন ডায়রিয়া রোগী সেবা নিয়েছেন। জ্বর ও সর্দি–কাশিতে আক্রান্ত রোগীও অনেক বেশি আসছে। এ ছাড়া বহির্বিভাগেও প্রায় একই অবস্থা। গুরুতর অসুস্থদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। একটু কম অসুস্থদের এখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছে ১৯ জন। এদের মধ্যে শিশু ১৭ জন।
নজরুল ইসলাম নামের এক ভর্তি রোগী বলেন, ‘হঠাৎ করে গতকাল পাতলা পায়খানা শুরু হয়। বাড়িতে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে কোনো লাভ হয়নি বরং কিছু সময়ের মধ্যে শরীর নিস্তেজ হতে শুরু হয়। এরপর রাতেই হাসপাতালে ভর্তি হয়েছি।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) শুভ্র প্রকাশ পাল বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট, জ্বর-সর্দিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। গত কয়েক দিন ধরে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দিচ্ছি। আতঙ্কের কিছু নেই। সঠিক নিয়মে চিকিৎসা গ্রহণ করলে অল্প সময়ের মধ্যে রোগীরা সুস্থ হয়ে যাবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাজরুই রহমান প্রত্যয় বলেন, আবহাওয়ার কারণে সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে এখানে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে সেবা দেওয়া হচ্ছে।
বৈরী আবহাওয়ায় রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। রোগীর স্বজনেরা জানিয়েছেন, গরম বেড়ে যাওয়ায় গত কয়েক দিন ধরে ঘরে ঘরে বয়স্ক ও শিশুরা ডায়রিয়া ও জ্বর-সর্দিতে আক্রান্ত হচ্ছে। তাই রোগী নিয়ে ছুটে আসছে স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসকেরা বলছেন, বৈরী আবহাওয়ার প্রভাব পড়ছে বিভিন্ন বয়সের লোকজনের ওপর। তবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। যথাযথ নিয়মে চিকিৎসাসেবা নিলে দ্রুত সুস্থ হয়ে যাবে অসুস্থরা।
আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, সাধারণ ওয়ার্ডের পাশাপাশি শিশু ওয়ার্ডে রোগীর ভিড়। এদের মধ্যে বেশির ভাগ রোগী জ্বর-সর্দি ও ডায়রিয়ায় আক্রান্ত। এ ছাড়া শ্বাসকষ্টে আক্রান্ত রোগীও আছে বেশ।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, গত সপ্তাহ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, বমি, জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় ৪৫ জন ডায়রিয়া রোগী সেবা নিয়েছেন। জ্বর ও সর্দি–কাশিতে আক্রান্ত রোগীও অনেক বেশি আসছে। এ ছাড়া বহির্বিভাগেও প্রায় একই অবস্থা। গুরুতর অসুস্থদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। একটু কম অসুস্থদের এখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছে ১৯ জন। এদের মধ্যে শিশু ১৭ জন।
নজরুল ইসলাম নামের এক ভর্তি রোগী বলেন, ‘হঠাৎ করে গতকাল পাতলা পায়খানা শুরু হয়। বাড়িতে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে কোনো লাভ হয়নি বরং কিছু সময়ের মধ্যে শরীর নিস্তেজ হতে শুরু হয়। এরপর রাতেই হাসপাতালে ভর্তি হয়েছি।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) শুভ্র প্রকাশ পাল বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট, জ্বর-সর্দিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। গত কয়েক দিন ধরে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দিচ্ছি। আতঙ্কের কিছু নেই। সঠিক নিয়মে চিকিৎসা গ্রহণ করলে অল্প সময়ের মধ্যে রোগীরা সুস্থ হয়ে যাবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাজরুই রহমান প্রত্যয় বলেন, আবহাওয়ার কারণে সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে এখানে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে সেবা দেওয়া হচ্ছে।
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১৯ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
৩১ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে