বগুড়ায় পটকা তৈরির সরঞ্জাম বিস্ফোরণ, উড়ে গেল ঘরের চাল 

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ০৬

বগুড়ায় পটকা তৈরির সরঞ্জাম বিস্ফোরণে একটি ঘরের টিনের চালা উড়ে গেছে। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

আজ শনিবার দুপুর দেড়টার দিকে বগুড়া শহরতলীর ভাটকান্দি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ভাটকান্দি এলাকায় মৃত হায়দার আলীর জামাই খোকন গোপনে ওই বাড়িতে পটকা তৈরির কাজ করেন। বাড়ির একটি পরিত্যক্ত ঘরে পটকা তৈরির সরঞ্জামসহ কিছু বিস্ফোরক মজুত করা ছিল। বেলা দেড়টার দিকে বিকট শব্দে ওই ঘরে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের টিনের চালা উড়ে বাইরে পড়ে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে জানতে পারে, বিস্ফোরণের সময় খোকনের স্ত্রী শিল্পি ছাগল নিয়ে মাঠে ছিলেন। খোকনও বাড়িতে ছিল না। এ ঘটনার পর খোকন পলাতক রয়েছেন। 

তিনি বলেন, ধারণা করা হচ্ছে প্রচণ্ড রোদ এবং গরমে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। 

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ভাটকান্দি সংলগ্ন মালতিনগর নামা পাড়ায় রেজাউল করিমের বাড়িতে পটকা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে তার টিনশেড বাড়ির তিনটি ঘর বিধ্বস্ত হয়। বিস্ফোরণে রেজাউল করিমসহ চারজন দগ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাসনিম বুশরা (১৪) নামের এক স্কুলছাত্রী মারা যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত