হত্যার পর বাঁশের সঙ্গে লাশ বেঁধে ডুবিয়ে রাখা হয় পুকুরে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ০৬

রাজশাহীর পবা উপজেলায় হত্যার পর এক কৃষকের লাশ বাঁশের সঙ্গে বেঁধে পুকুরে ডুবিয়ে রাখা হয়েছিল। পরে বাঁশসহ সেই লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আজ বুধবার দুপুরে পবার মদনহাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষকের নাম মো. দুলাল (৪৫)। তাঁর বাড়ি মদনহাটি গ্রামে। গত সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরের এক পুকুরে দুলালের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হত্যার পর বাঁশের সঙ্গে বেঁধে লাশ পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল। পরে সেটি ভেসে উঠলে স্থানীয়রা তা দেখে পুলিশে খবর দেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

ওসি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। কে বা কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত