পাবনায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু 

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৫৯

পাবনার সাঁথিয়ায় নদীতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিশুর নাম আয়শা খাতুন (৪) ও ইনামুল হক (৫)। আয়শা পুন্ডুরিয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে এবং ইনামুল ওই উপজেলার আটিয়াপাড়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে। তাঁরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। 

করমজা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচী বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইনামুলের নানি মারা যায়। ওইদিন ইনামুল হক মা-বাবার সাথে তার নানিকে দেখতে এসে আর বাড়ি যায়নি। আজ শনিবার নানির জন্য দোয়া অনুষ্ঠান ছিল। এতে পরিবারের লোকজন ব্যস্ত ছিল। 

এদিকে, মামাতো বোন আয়শার সঙ্গে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। একপর্যায়ে বল পাশের কাগেশ্বরী নদীতে পড়ে যায়। বল আনতে গিয়ে দুজনেই পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

দুই শিশুর মৃত্যু খবরে ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় করেন। ছবি: আজকের পত্রিকাবেড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। 

ইউপি চেয়ারম্যান হোসেন আলী বলেন, ‘পুন্ডুরিয়ায় দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। এমন দুঃখজনক ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তবে পরিবারের সবাইকে সচেতন হতে হবে শিশুদের নিয়ে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত