নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নাশকতার আশঙ্কায় রাজশাহী-পার্বতীপুর রুটের মেইল ট্রেন উত্তরা এক্সপ্রেসের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ট্রেনটির চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়।
এতে বলা হয়, হরতাল-অবরোধ তথা নাশকতা এড়ানোর লক্ষ্যে পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রেলপথে চলাচল করা ৩২/৩১ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল ২২ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিএনপিসহ বিরোধীদের হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে রেললাইন উপড়ে ফেলা ও ট্রেনে আগুন দেওয়াসহ নানা ধরনের নাশকতার ঘটনা ঘটছে।
সবশেষ গত মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটের মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে, আর অনেকটাই ফাঁকা থাকে। সেই সময় নাশকতার আশঙ্কা থাকে। তাই ট্রেনটি আপাতত বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন চলাচল নিরাপদ করতে যা করা দরকার, সেটিই করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই ট্রেনটি এখন পাইলটিং করা হবে। এটি আগে যাবে, পরে মূল ট্রেন যাবে। তবে ইঞ্জিন এবং জনবলগুলো আন্তনগর ট্রেনে ব্যবহার করা হবে। এই ট্রেনগুলো থেকে তেমন কোনো আয় আসে না, লোকসান গুনতে হয়। ফলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও কয়েকটি ট্রেন এ ধরনের সিদ্ধান্তের অপেক্ষা করছে।’
নাশকতার আশঙ্কায় রাজশাহী-পার্বতীপুর রুটের মেইল ট্রেন উত্তরা এক্সপ্রেসের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ট্রেনটির চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়।
এতে বলা হয়, হরতাল-অবরোধ তথা নাশকতা এড়ানোর লক্ষ্যে পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রেলপথে চলাচল করা ৩২/৩১ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল ২২ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিএনপিসহ বিরোধীদের হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে রেললাইন উপড়ে ফেলা ও ট্রেনে আগুন দেওয়াসহ নানা ধরনের নাশকতার ঘটনা ঘটছে।
সবশেষ গত মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটের মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে, আর অনেকটাই ফাঁকা থাকে। সেই সময় নাশকতার আশঙ্কা থাকে। তাই ট্রেনটি আপাতত বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন চলাচল নিরাপদ করতে যা করা দরকার, সেটিই করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই ট্রেনটি এখন পাইলটিং করা হবে। এটি আগে যাবে, পরে মূল ট্রেন যাবে। তবে ইঞ্জিন এবং জনবলগুলো আন্তনগর ট্রেনে ব্যবহার করা হবে। এই ট্রেনগুলো থেকে তেমন কোনো আয় আসে না, লোকসান গুনতে হয়। ফলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও কয়েকটি ট্রেন এ ধরনের সিদ্ধান্তের অপেক্ষা করছে।’
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১৫ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
২৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে