শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেন উৎসুক জনতা। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আছির উদ্দিন (৩৫) গাড়িহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামের ফজল প্রামানিকের ছেলে। তিনি পুরে যাওয়া ট্রাকটির মালিক ও চালক ছিলেন।
এলাকাবাসী জানান, গত কয়েক দিনে শুবলী গ্রাম থেকে দুটি, শালফা গ্রাম থেকে একটি ও পান্তাপাড়া গ্রাম থেকে একটি গরু চুরি হয়। এ জন্য এলাকার লোকজন রাত জেগে পাহারা দিচ্ছিল। এর মধ্যেই গত রাত ২টার দিকে শুবলী গ্রামের মিজানুর রহমানে একটি গরু চুরি হয়। লোকজন গরুটি খুঁজতে থাকে।
শুবলীর অদূরে শুভগাছা এলাকায় রাস্তার পাশে চারজনকে একটি ট্রাকে গরু ওঠাতে দেখেন কয়েক ব্যক্তি। তাঁরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় তিনজন পালিয়ে যান। আছিরকে আটক করে জনতা। তার কাছ থেকে শুবলী গ্রামের চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়। এরপর ট্রাকসহ তাঁকে শুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে গণপিটুনিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর গরু পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিতে আগুন দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা হান্নান মিয়া বলেন, ‘এলাকার লোকজন গরুচোরদের অত্যাচারে অতিষ্ঠ। আমরা এক সপ্তাহ ধরে রাত জেগে পাহারা দিচ্ছি। গত রাতে আছির চুরি করা গরুসহ ধরা পড়লে গণপিটুনিতে সে মারা যায়। তবে এ ঘটনা অনাকাঙ্ক্ষিত।’
এ বিষয়ে কথা বলার জন্য নিহতের ভাই নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ছাড়া পুড়ে যাওয়া ট্রাকটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
বগুড়ার শেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেন উৎসুক জনতা। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আছির উদ্দিন (৩৫) গাড়িহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামের ফজল প্রামানিকের ছেলে। তিনি পুরে যাওয়া ট্রাকটির মালিক ও চালক ছিলেন।
এলাকাবাসী জানান, গত কয়েক দিনে শুবলী গ্রাম থেকে দুটি, শালফা গ্রাম থেকে একটি ও পান্তাপাড়া গ্রাম থেকে একটি গরু চুরি হয়। এ জন্য এলাকার লোকজন রাত জেগে পাহারা দিচ্ছিল। এর মধ্যেই গত রাত ২টার দিকে শুবলী গ্রামের মিজানুর রহমানে একটি গরু চুরি হয়। লোকজন গরুটি খুঁজতে থাকে।
শুবলীর অদূরে শুভগাছা এলাকায় রাস্তার পাশে চারজনকে একটি ট্রাকে গরু ওঠাতে দেখেন কয়েক ব্যক্তি। তাঁরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় তিনজন পালিয়ে যান। আছিরকে আটক করে জনতা। তার কাছ থেকে শুবলী গ্রামের চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়। এরপর ট্রাকসহ তাঁকে শুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে গণপিটুনিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর গরু পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিতে আগুন দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা হান্নান মিয়া বলেন, ‘এলাকার লোকজন গরুচোরদের অত্যাচারে অতিষ্ঠ। আমরা এক সপ্তাহ ধরে রাত জেগে পাহারা দিচ্ছি। গত রাতে আছির চুরি করা গরুসহ ধরা পড়লে গণপিটুনিতে সে মারা যায়। তবে এ ঘটনা অনাকাঙ্ক্ষিত।’
এ বিষয়ে কথা বলার জন্য নিহতের ভাই নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ছাড়া পুড়ে যাওয়া ট্রাকটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৪ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে