আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঈদের দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি এবং ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
আজ মঙ্গলবার সকাল ৬টা ৫৫ মিনিটে আক্কেলপুর পৌরসভার হাস্তাবসন্তপুর অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম জালাল হোসেন (৩২)। তিনি বগুড়া জেলার সোনাতলা উপজেলার বাসিন্দা। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার হাসিবুল হাসান।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ব্যক্তি আজ (মঙ্গলবার) সকালে লেভেল ক্রসিয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি স্থানীয় লোকদের জিজ্ঞেস করেছিলেন ট্রেন কখন আসবে। সকাল ৬টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ঈদ স্পেশাল-১৫ ট্রেন ২ নম্বর রেললাইনে আক্কেলপুর রেলস্টেশনে প্রবেশ করে। এ সময় ওই লেভেলক্রসিয়ে গিয়ে ট্রেনটির তিনটি বগি পার হওয়ার পর ট্রেনের নিচে মাথা দেন তিনি। ওই সময় কাছে কোনো লোকজন ছিল না।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘লেভেল ক্রসিংয়ের দক্ষিণ পাশে আমার মুদি দোকান খুলে বসে ছিলাম। সকালে নিহত ওই ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছিল ট্রেন কখন আসবে। এরপর তিনি লেভেল ক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনের তিন-চারটি বগি লেভেল ক্রসিং পার হওয়ার পর ওই ব্যক্তি রেললাইনে মাথা দেন। ওই সময় তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।’
অপর এক স্থানীয় বাসিন্দা স্বপন সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি অপরিচিত এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর মাথা থেঁতলে গেছে। পরনে চেক লুঙ্গি ও গায়ে লাল গেঞ্জি ছিল। তবে তাঁর কাছে একটি মোবাইল ফোন ছিল। স্থানীয় ব্যক্তিরা মোবাইল ফোনে বিভিন্ন জনের নম্বরের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করেছেন।’
আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার হাসিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জালাল বগুড়ার সোনাতলার বাসিন্দা, তাঁর মাথায় সমস্যা ছিল। আমি জালালের শ্যালিকা ও ভায়রার সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হয়েছি। ট্রেনটি সকাল ৬টা ৫৫ মিনিটে আক্কেলপুর স্টেশনে প্রবেশ করে। তাঁর কয়েক সেকেন্ড আগেই ওই দুর্ঘটনা ঘটে। লেভেল ক্রসিংটি অরক্ষিত ছিল।’
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার পরিদর্শক মো. মুক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঈদের দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি এবং ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
আজ মঙ্গলবার সকাল ৬টা ৫৫ মিনিটে আক্কেলপুর পৌরসভার হাস্তাবসন্তপুর অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম জালাল হোসেন (৩২)। তিনি বগুড়া জেলার সোনাতলা উপজেলার বাসিন্দা। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার হাসিবুল হাসান।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ব্যক্তি আজ (মঙ্গলবার) সকালে লেভেল ক্রসিয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি স্থানীয় লোকদের জিজ্ঞেস করেছিলেন ট্রেন কখন আসবে। সকাল ৬টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ঈদ স্পেশাল-১৫ ট্রেন ২ নম্বর রেললাইনে আক্কেলপুর রেলস্টেশনে প্রবেশ করে। এ সময় ওই লেভেলক্রসিয়ে গিয়ে ট্রেনটির তিনটি বগি পার হওয়ার পর ট্রেনের নিচে মাথা দেন তিনি। ওই সময় কাছে কোনো লোকজন ছিল না।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘লেভেল ক্রসিংয়ের দক্ষিণ পাশে আমার মুদি দোকান খুলে বসে ছিলাম। সকালে নিহত ওই ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছিল ট্রেন কখন আসবে। এরপর তিনি লেভেল ক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনের তিন-চারটি বগি লেভেল ক্রসিং পার হওয়ার পর ওই ব্যক্তি রেললাইনে মাথা দেন। ওই সময় তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।’
অপর এক স্থানীয় বাসিন্দা স্বপন সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি অপরিচিত এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর মাথা থেঁতলে গেছে। পরনে চেক লুঙ্গি ও গায়ে লাল গেঞ্জি ছিল। তবে তাঁর কাছে একটি মোবাইল ফোন ছিল। স্থানীয় ব্যক্তিরা মোবাইল ফোনে বিভিন্ন জনের নম্বরের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করেছেন।’
আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার হাসিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জালাল বগুড়ার সোনাতলার বাসিন্দা, তাঁর মাথায় সমস্যা ছিল। আমি জালালের শ্যালিকা ও ভায়রার সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হয়েছি। ট্রেনটি সকাল ৬টা ৫৫ মিনিটে আক্কেলপুর স্টেশনে প্রবেশ করে। তাঁর কয়েক সেকেন্ড আগেই ওই দুর্ঘটনা ঘটে। লেভেল ক্রসিংটি অরক্ষিত ছিল।’
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার পরিদর্শক মো. মুক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৩৯ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে