মান্দা (নওগাঁ) প্রতিনিধি
যশোর শিশু সংশোধনাগারে এক মাস ধরে আটক রয়েছে ইকবাল হোসেন নিরব (১৬) নামে এক এসএসসি শিক্ষার্থী। সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে ওই সংশোধনাগারে পাঠানো হয়।
শিক্ষার্থী নিরব নওগাঁর মান্দা উপজেলার নলঘৈর গ্রামের আব্দুল মাজেদ কবিরাজের ছেলে। সে এবার উপজেলার সাহাপুর ডিএ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
নিরবের পরিবারের দাবি, ওই স্কুলছাত্রী অপহরণের শিকার হয়নি। প্রেমিকের হাত ধরে উধাও হয়েছে। এ ঘটনার সঙ্গে নিরবকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে। সে কোনোভাবেই এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২২ মার্চ সকালে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। এর পর থেকে সে নিরুদ্দেশ রয়েছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর দাদা বাদী হয়ে ৬ এপ্রিল নিরবের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। মামলার দেড় মাস পেরিয়ে গেলেও ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
নিরবের বাবা আব্দুল মালেক কবিরাজ বলেন, ‘ছেলে ইকবাল হোসেন নিরব এসএসসি পরীক্ষার পর কাজের সন্ধানে ঢাকায় চলে যায়। ঢাকায় অবস্থানকালে পরানপুর গ্রামের ওই স্কুলছাত্রী নিরুদ্দেশ হয়। এ ঘটনায় মেয়েটির পরিবার আমার ছেলে নিরবকে সন্দেহ করে। সন্দেহের সূত্র ধরে মোবাইল ফোনে আমার ছেলে নিরবকে ঢাকা থেকে মান্দা থানায় ডেকে নেয় পুলিশ।’
তিনি বলেন, ‘পুলিশ আমার ছেলে নিরবকে থানায় নিয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। গত ৫ এপ্রিল জিজ্ঞাসাবাদের নামে বাড়ি থেকে আবারও নিরবকে থানায় নিয়ে যায়। এরপর ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নেওয়ার জোর দাবি করছি।’
এ বিষয়ে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা হওয়ায় শিক্ষার্থী ইকবাল হোসেন নিরবকে সমাজসেবা অধিদপ্তরের জিম্মায় দেওয়া সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে যশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।’
ওসি বলেন, ‘ভিকটিম ওই স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। তাকে উদ্ধার করা গেলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
যশোর শিশু সংশোধনাগারে এক মাস ধরে আটক রয়েছে ইকবাল হোসেন নিরব (১৬) নামে এক এসএসসি শিক্ষার্থী। সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে ওই সংশোধনাগারে পাঠানো হয়।
শিক্ষার্থী নিরব নওগাঁর মান্দা উপজেলার নলঘৈর গ্রামের আব্দুল মাজেদ কবিরাজের ছেলে। সে এবার উপজেলার সাহাপুর ডিএ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
নিরবের পরিবারের দাবি, ওই স্কুলছাত্রী অপহরণের শিকার হয়নি। প্রেমিকের হাত ধরে উধাও হয়েছে। এ ঘটনার সঙ্গে নিরবকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে। সে কোনোভাবেই এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২২ মার্চ সকালে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। এর পর থেকে সে নিরুদ্দেশ রয়েছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর দাদা বাদী হয়ে ৬ এপ্রিল নিরবের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। মামলার দেড় মাস পেরিয়ে গেলেও ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
নিরবের বাবা আব্দুল মালেক কবিরাজ বলেন, ‘ছেলে ইকবাল হোসেন নিরব এসএসসি পরীক্ষার পর কাজের সন্ধানে ঢাকায় চলে যায়। ঢাকায় অবস্থানকালে পরানপুর গ্রামের ওই স্কুলছাত্রী নিরুদ্দেশ হয়। এ ঘটনায় মেয়েটির পরিবার আমার ছেলে নিরবকে সন্দেহ করে। সন্দেহের সূত্র ধরে মোবাইল ফোনে আমার ছেলে নিরবকে ঢাকা থেকে মান্দা থানায় ডেকে নেয় পুলিশ।’
তিনি বলেন, ‘পুলিশ আমার ছেলে নিরবকে থানায় নিয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। গত ৫ এপ্রিল জিজ্ঞাসাবাদের নামে বাড়ি থেকে আবারও নিরবকে থানায় নিয়ে যায়। এরপর ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নেওয়ার জোর দাবি করছি।’
এ বিষয়ে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা হওয়ায় শিক্ষার্থী ইকবাল হোসেন নিরবকে সমাজসেবা অধিদপ্তরের জিম্মায় দেওয়া সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে যশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।’
ওসি বলেন, ‘ভিকটিম ওই স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। তাকে উদ্ধার করা গেলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে