সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় পাকা সড়ক ও ব্রিজ নির্মাণ নিম্নমানের হওয়ার অভিযোগ ওঠায় ডেপুটি স্পিকারের অনুষ্ঠান থেকে সটকে পড়লেন কাজের ঠিকাদার রফিকুল ইসলাম।
আজ রোববার সকালে পাকা সড়ক ও ব্রিজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. শামসুল হক টুকু।
জানা গেছে, স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বনগ্রাম থেকে ২০ মাইল পর্যন্ত রাস্তা পাকাকরণ ও ব্রিজ নির্মাণ করা হয়।
উদ্বোধনী ফলক উন্মোচন শেষে স্থানীয়রা প্রধান অতিথি ডেপুটি স্পিকার অ্যাড: শামসুল হক টুকু এমপির নিকট অভিযোগ করেন সড়ক নির্মাণকাজ নিম্ন মানের হয়েছে। গাড়ির চাকায়, হাতের ও পায়ের আঙুলের আঘাতে বিটুমিন উঠে যাচ্ছে। বিষয়টি নিজ চোখে দেখার পর ডেপুটি স্পিকার নিজে ঠিকাদারকে ডাকেন।
ঠিকাদার না আসায় পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু মাইকে ঠিকাদার রফিকুল ইসলামকে দেখা করতে বললে, ঠিকাদার দেখা না করে সটকে পড়েন।
অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানান, ‘ঠিকাদার নিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডাকার পরে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে মোবাইল ফোনে ঠিকাদার রফিকুল ইসলাম বলেন, ‘আমি ডেপুটি স্পিকারকে রিসিপ করে চলে এসেছিলাম। কাজের মান ভালো হয়েছে।’
সাঁথিয়া উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ‘রোধের কারণে সড়কের বিটুমিন নরম হওয়ায় তা হাত ও পায়ের আঙুলের সঙ্গে উঠে আসছে।
পাবনার সাঁথিয়ায় পাকা সড়ক ও ব্রিজ নির্মাণ নিম্নমানের হওয়ার অভিযোগ ওঠায় ডেপুটি স্পিকারের অনুষ্ঠান থেকে সটকে পড়লেন কাজের ঠিকাদার রফিকুল ইসলাম।
আজ রোববার সকালে পাকা সড়ক ও ব্রিজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. শামসুল হক টুকু।
জানা গেছে, স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বনগ্রাম থেকে ২০ মাইল পর্যন্ত রাস্তা পাকাকরণ ও ব্রিজ নির্মাণ করা হয়।
উদ্বোধনী ফলক উন্মোচন শেষে স্থানীয়রা প্রধান অতিথি ডেপুটি স্পিকার অ্যাড: শামসুল হক টুকু এমপির নিকট অভিযোগ করেন সড়ক নির্মাণকাজ নিম্ন মানের হয়েছে। গাড়ির চাকায়, হাতের ও পায়ের আঙুলের আঘাতে বিটুমিন উঠে যাচ্ছে। বিষয়টি নিজ চোখে দেখার পর ডেপুটি স্পিকার নিজে ঠিকাদারকে ডাকেন।
ঠিকাদার না আসায় পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু মাইকে ঠিকাদার রফিকুল ইসলামকে দেখা করতে বললে, ঠিকাদার দেখা না করে সটকে পড়েন।
অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানান, ‘ঠিকাদার নিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডাকার পরে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে মোবাইল ফোনে ঠিকাদার রফিকুল ইসলাম বলেন, ‘আমি ডেপুটি স্পিকারকে রিসিপ করে চলে এসেছিলাম। কাজের মান ভালো হয়েছে।’
সাঁথিয়া উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ‘রোধের কারণে সড়কের বিটুমিন নরম হওয়ায় তা হাত ও পায়ের আঙুলের সঙ্গে উঠে আসছে।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে