নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর মেহেরচণ্ডী এলাকায় পুকুর ভরাটের অপরাধে আরিফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।
পুকুরটি নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী মৌজায় অবস্থিত। এর আরএস খতিয়ান নম্বর ৪৮৮ এবং দাগ নম্বর ২৪৭৮। প্রায় ১ দশমিক ৫৩ একর আয়তনের বিশাল পুকুরটি গত ২৫ মার্চ থেকে ভরাট করা হচ্ছে। যাঁরা পুকুরটি ভরাট করছেন, তাঁরা বলছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) কয়েক ব্যক্তি এই পুকুরের মালিক। তবে ওই ডিসি-এসপি কোন জেলায় কর্মরত তা তাঁরা বলছেন না। কয়েক দিন ধরে পুকুর ভরাট চললেও পুলিশ কোনো ব্যবস্থাও নিচ্ছিল না।
এ নিয়ে গতকাল সোমবার আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। এরপর নড়েচড়ে বসে জেলা প্রশাসন। তবে গতকাল সোমবার রাতে আবার ট্রাকের পর ট্রাক বালু এনে পুকুরটি ভরাট শুরু করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযানে যান।
এ সময় পুকুর ভরাটের কাজে নিয়োজিত আরিফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ঙ) ধারা অমান্য করার অপরাধে একই আইনের ১৫ ধারায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, পুকুরটি ভরাটের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একজনকে জরিমানা করা হয়েছে। অন্যদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরে আবারও পুকুর ভরাট শুরু হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
রাজশাহীর মেহেরচণ্ডী এলাকায় পুকুর ভরাটের অপরাধে আরিফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।
পুকুরটি নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী মৌজায় অবস্থিত। এর আরএস খতিয়ান নম্বর ৪৮৮ এবং দাগ নম্বর ২৪৭৮। প্রায় ১ দশমিক ৫৩ একর আয়তনের বিশাল পুকুরটি গত ২৫ মার্চ থেকে ভরাট করা হচ্ছে। যাঁরা পুকুরটি ভরাট করছেন, তাঁরা বলছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) কয়েক ব্যক্তি এই পুকুরের মালিক। তবে ওই ডিসি-এসপি কোন জেলায় কর্মরত তা তাঁরা বলছেন না। কয়েক দিন ধরে পুকুর ভরাট চললেও পুলিশ কোনো ব্যবস্থাও নিচ্ছিল না।
এ নিয়ে গতকাল সোমবার আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। এরপর নড়েচড়ে বসে জেলা প্রশাসন। তবে গতকাল সোমবার রাতে আবার ট্রাকের পর ট্রাক বালু এনে পুকুরটি ভরাট শুরু করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযানে যান।
এ সময় পুকুর ভরাটের কাজে নিয়োজিত আরিফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ঙ) ধারা অমান্য করার অপরাধে একই আইনের ১৫ ধারায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, পুকুরটি ভরাটের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একজনকে জরিমানা করা হয়েছে। অন্যদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরে আবারও পুকুর ভরাট শুরু হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৬ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১৪ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৪৩ মিনিট আগে