শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়া শাজাহানপুর উপজেলায় রহস্যজনকভাবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অসুস্থ অবস্থায় ওই দম্পতিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
উপজেলার আড়িয়া ইউনিয়নের কাটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামে ইউনিয়ন পরিষদের পাশে অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুর রহমানের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন ওই দম্পতি। সেখানেই এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানী পরানবাড়িয়া গ্রামের গাছ ব্যবসায়ী মিঠু মিয়া (৪০) এবং তাঁর স্ত্রী আফরোজা বেগম (৩৫)। আজ সকালে শ্রমিকদের নিয়ে জয়পুরহাট জেলায় গাছ কাটতে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন গাছ কাটার শ্রমিকেরা।
বাড়ির মালিক শফিকুলের স্ত্রী মতিয়ারা বেগম বলেন, ‘মিঠু তাঁর স্ত্রীকে নিয়ে আমাদের বাড়িতে বসবাস করেন। মিঠুর স্ত্রী আফরোজা ডায়াবেটিস, হার্টসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।’
মতিয়ারা বেগম ও প্রতিবেশীরা বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে মিঠু ডেকে বলেন তাঁর স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমি এবং কয়েকজন প্রতিবেশী মিঠুর ঘরে গিয়ে দেখি আফরোজা বিছানায় পড়ে মৃতপ্রায় অবস্থায় আছে। আমরা মিঠুকে ডাক্তার ডাকার জন্য বলি। মিঠু তখন খাটের পাশে বসে পড়ে এবং অসুস্থ হয়ে যায়। তাঁর হাত-পা বাঁকা হয়ে আসছিল। সকাল ৯টার দিকে আমরা মিঠু ও তাঁর স্ত্রীকে হাসপাতালে পাঠাই।’
গাছকাটা শ্রমিক মাসুম আলী ও মেহেদুল ইসলাম বলেন, ‘সকাল ৭টার দিকে আমরা মিঠুকে ফোন দিয়ে জিজ্ঞেস করি জয়পুরহাট জেলায় গাছ কাটতে যাওয়া লাগবে কি না। মিঠু আমাদের চলে আসার জন্য বলেন। সকাল ৯টার দিকে আমরা আড়িয়াবাজার বাসস্ট্যান্ডে এসে মিঠুকে আবারও কল দিলে এক মহিলা কণ্ঠে আমাদের বলে, মিঠু ও তাঁর স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন।’
তাঁরা আরও বলেন, ‘আমরা দ্রুত সেখানে যাই এবং আমাদের সঙ্গে থাকা অটোরিকশায় মিঠু ও তাঁর স্ত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিই। এ সময় চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।’
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আপাতত আমরা অস্বাভাবিক মৃত্যু হিসেবে ঘটনাটি দেখছি। ডাক্তারও এই মুহূর্তে কিছু বলতে পারছেন না। লাশ ময়নাতদন্তের জন্য রেখেছি। এ ঘটনা আমরা তদন্ত করছি। মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি।’
বগুড়া শাজাহানপুর উপজেলায় রহস্যজনকভাবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অসুস্থ অবস্থায় ওই দম্পতিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
উপজেলার আড়িয়া ইউনিয়নের কাটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামে ইউনিয়ন পরিষদের পাশে অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুর রহমানের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন ওই দম্পতি। সেখানেই এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানী পরানবাড়িয়া গ্রামের গাছ ব্যবসায়ী মিঠু মিয়া (৪০) এবং তাঁর স্ত্রী আফরোজা বেগম (৩৫)। আজ সকালে শ্রমিকদের নিয়ে জয়পুরহাট জেলায় গাছ কাটতে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন গাছ কাটার শ্রমিকেরা।
বাড়ির মালিক শফিকুলের স্ত্রী মতিয়ারা বেগম বলেন, ‘মিঠু তাঁর স্ত্রীকে নিয়ে আমাদের বাড়িতে বসবাস করেন। মিঠুর স্ত্রী আফরোজা ডায়াবেটিস, হার্টসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।’
মতিয়ারা বেগম ও প্রতিবেশীরা বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে মিঠু ডেকে বলেন তাঁর স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমি এবং কয়েকজন প্রতিবেশী মিঠুর ঘরে গিয়ে দেখি আফরোজা বিছানায় পড়ে মৃতপ্রায় অবস্থায় আছে। আমরা মিঠুকে ডাক্তার ডাকার জন্য বলি। মিঠু তখন খাটের পাশে বসে পড়ে এবং অসুস্থ হয়ে যায়। তাঁর হাত-পা বাঁকা হয়ে আসছিল। সকাল ৯টার দিকে আমরা মিঠু ও তাঁর স্ত্রীকে হাসপাতালে পাঠাই।’
গাছকাটা শ্রমিক মাসুম আলী ও মেহেদুল ইসলাম বলেন, ‘সকাল ৭টার দিকে আমরা মিঠুকে ফোন দিয়ে জিজ্ঞেস করি জয়পুরহাট জেলায় গাছ কাটতে যাওয়া লাগবে কি না। মিঠু আমাদের চলে আসার জন্য বলেন। সকাল ৯টার দিকে আমরা আড়িয়াবাজার বাসস্ট্যান্ডে এসে মিঠুকে আবারও কল দিলে এক মহিলা কণ্ঠে আমাদের বলে, মিঠু ও তাঁর স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন।’
তাঁরা আরও বলেন, ‘আমরা দ্রুত সেখানে যাই এবং আমাদের সঙ্গে থাকা অটোরিকশায় মিঠু ও তাঁর স্ত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিই। এ সময় চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।’
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আপাতত আমরা অস্বাভাবিক মৃত্যু হিসেবে ঘটনাটি দেখছি। ডাক্তারও এই মুহূর্তে কিছু বলতে পারছেন না। লাশ ময়নাতদন্তের জন্য রেখেছি। এ ঘটনা আমরা তদন্ত করছি। মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে