নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে রুবেল মিয়ার হত্যার ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। হত্যায় জড়িত থাকা অন্যদের নামও জানান তিনি।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. তুহিন মিয়া (১৯)। তিনি উপজেলার আদর্শনগর এলাকার মৃত ছাদেক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল আদর্শনগর বাজারে একটি টিনের চালার দোকানে পিঠা বিক্রি করতেন। প্রায়ই রাতে বাড়িতে চলে আসতেন। কখনো ওই ঘরের রাতে থেকে যেতেন। রোববার সকালে বাজারের লোকজন রুবেলকে তাঁর দোকানে মৃত অবস্থায় দেখতে পায়। তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল। মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পরদিন রুবেলের স্ত্রী রিমা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ আরও ৬ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, আদালতে সোপর্দ করার পর তুহিন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। হত্যায় তাঁর সঙ্গে অংশ নেওয়া অন্য সঙ্গীদের নামও বলেছেন। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে দ্রুতই তাঁদের গ্রেপ্তার করা হবে।
নেত্রকোনার মোহনগঞ্জে রুবেল মিয়ার হত্যার ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। হত্যায় জড়িত থাকা অন্যদের নামও জানান তিনি।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. তুহিন মিয়া (১৯)। তিনি উপজেলার আদর্শনগর এলাকার মৃত ছাদেক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল আদর্শনগর বাজারে একটি টিনের চালার দোকানে পিঠা বিক্রি করতেন। প্রায়ই রাতে বাড়িতে চলে আসতেন। কখনো ওই ঘরের রাতে থেকে যেতেন। রোববার সকালে বাজারের লোকজন রুবেলকে তাঁর দোকানে মৃত অবস্থায় দেখতে পায়। তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল। মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পরদিন রুবেলের স্ত্রী রিমা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ আরও ৬ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, আদালতে সোপর্দ করার পর তুহিন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। হত্যায় তাঁর সঙ্গে অংশ নেওয়া অন্য সঙ্গীদের নামও বলেছেন। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে দ্রুতই তাঁদের গ্রেপ্তার করা হবে।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে