মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে গাড়ি থেকে ছিটকে পড়ে মো. বিপুল মিয়া (১৫) নামের এক কিশোরে মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি ওই কিশোরকে তার বন্ধুরা ডাকে নিয়ে গাড়ি থেকে ফেলে হত্যা করেছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘোষেরপাড়া খায়েরপাড়া গাড়ি থেকে পড়ে আহত হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়েছে।
নিহত কিশোর উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম নাগেরপাড়া এলাকায় রফিকুল ইসলামের ছেলে। বিপুল মিয়াও মাহিন্দ্রা গাড়ি চালক ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় নিহত বিপুল ও তার তিন বন্ধু এবং গাড়িচালক আরিফসহ মাহিন্দ্রা গাড়ি নিয়ে ছবিলাপুর থেকে তেলিপাড়া থেকে যাচ্ছিল। এ সময় খায়েরপাড়া পৌঁছালে গাড়ির ওপর থেকে পড়ে বুকে প্রচণ্ড আঘাত পান। আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহতের চাচা তাঁরা মিয়া বলেন, মাহিন্দ্রা গাড়ি মালিক মাসুদ তিনি বিপুলকে ডেকে নিয়ে যায়। আগে তাঁর গাড়ি চালিয়েছে। কিছুদিন ধরে তার গাড়ি চালায় না। তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের বিচার চাই আমরা।’
গাড়ি মালিক মাসুদ বলেন, ‘এ ঘটনায় সম্পর্কে আমার কোনো জানা নেই। আমার ড্রাইভারের সঙ্গে সে গিয়েছিল। হঠাৎ করে গাড়ি থেকে পড়ে গিয়ে বুকে আঘাত পায়। পরে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মমেক হাসপাতালে পাঠালে সেখানে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জামালপুরের মেলান্দহে গাড়ি থেকে ছিটকে পড়ে মো. বিপুল মিয়া (১৫) নামের এক কিশোরে মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি ওই কিশোরকে তার বন্ধুরা ডাকে নিয়ে গাড়ি থেকে ফেলে হত্যা করেছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘোষেরপাড়া খায়েরপাড়া গাড়ি থেকে পড়ে আহত হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়েছে।
নিহত কিশোর উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম নাগেরপাড়া এলাকায় রফিকুল ইসলামের ছেলে। বিপুল মিয়াও মাহিন্দ্রা গাড়ি চালক ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় নিহত বিপুল ও তার তিন বন্ধু এবং গাড়িচালক আরিফসহ মাহিন্দ্রা গাড়ি নিয়ে ছবিলাপুর থেকে তেলিপাড়া থেকে যাচ্ছিল। এ সময় খায়েরপাড়া পৌঁছালে গাড়ির ওপর থেকে পড়ে বুকে প্রচণ্ড আঘাত পান। আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহতের চাচা তাঁরা মিয়া বলেন, মাহিন্দ্রা গাড়ি মালিক মাসুদ তিনি বিপুলকে ডেকে নিয়ে যায়। আগে তাঁর গাড়ি চালিয়েছে। কিছুদিন ধরে তার গাড়ি চালায় না। তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের বিচার চাই আমরা।’
গাড়ি মালিক মাসুদ বলেন, ‘এ ঘটনায় সম্পর্কে আমার কোনো জানা নেই। আমার ড্রাইভারের সঙ্গে সে গিয়েছিল। হঠাৎ করে গাড়ি থেকে পড়ে গিয়ে বুকে আঘাত পায়। পরে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মমেক হাসপাতালে পাঠালে সেখানে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৫ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১৪ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৪২ মিনিট আগে