নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
দূরত্ব কখনো রক্তের সম্পর্কে ছেদ টানতে পারে না। নিজ বংশধরদের খোঁজে দেশ–বিদেশ ঘুরে বেড়ানোর ইতিহাস বিরল নয়। কিন্তু মাত্র ১৪০ কিলোমিটার দূরত্বে বসবাস করা স্বজনদের সঙ্গে সাক্ষাতের ব্যবধান ৬৮ বছর দীর্ঘ হলে তা সত্যিই পীড়াদায়ক।
গত শুক্রবার কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের চন্দ্রপুর থেকে ২২ সদস্যদের একটি পরিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের আহাম্মদ হোসেন ফকিরের বাড়িতে আসেন। ২২ সদস্যের ওই পরিবারটি মো. ফারুক আহমেদ, ইউপি সদস্য মো. রতন মিয়ার নেতৃত্বে শুক্রবার সকালে স্বজনের সন্ধানে বাড়ি থেকে বের হন। সারা দিন পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে নান্দাইলের আচারগাঁও গ্রামে নিজেদের রক্তের বাঁধনের সূত্র খুঁজে পান। ৬৮ বছর পর স্বজনদের সন্ধান পেয়ে আবেগে আপ্লুত সবাই।
ওই পরিবারের একাধিক সদস্য জানান, প্রায় ২০০ বছর আগে ইংরেজ শাসনামলে নান্দাইলে ফকির ও সরকার পরিবার নামে দুটি পরিবার বাস করত। দুই পরিবার মূলত একই বংশোদ্ভূত। পরে দুই পরিবারে একটি কিশোরগঞ্জের ইটনায় চলে যায় এবং সেখানেই বসবাস শুরু করেন। আচারগাঁও গ্রামের আহম্মদ ফকিরের পিতা মৃত জাফর আলী ফকির ইটনা উপজেলার চন্দ্রপুর গ্রামের এবং ইটনার মৃত তিন চাচাতো ভাই আবুল হোসেন সরকার, কাবিল হোসেন, ডেঙ্গু মিয়ার সম্পর্কে চাচাতো ভাই। তাঁর প্রত্যেকে জীবিত থাকা অবস্থায় ৬৮ বছর আগে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু তাঁরা মারা যাওয়ার পর আর যোগাযোগ হয়নি।
সর্বশেষ কিছুদিন আগে, ইটনা উপজেলার ফারুক (সম্পর্কে আহাম্মদ ফকিরে ভাতিজা) ও রতন মেম্বার (সম্পর্কে আহাম্মদ ফকিরের চাচাতো ভাই) জানতে পারেন নান্দাইলে তাঁদের স্বজনেরা রয়েছে। পরেই নান্দাইলে আসেন স্বজনদের খোঁজে।
মো. রতন মেম্বার (৬৫) আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘আমরা আর ভুল করব না। এখন থেকে নিয়মিত আসা-যাওয়ার মাধ্যমে আত্মীয়তার বন্ধন অটুট রাখব।’
আচারগাঁও গ্রামে বসবাসকারী আহাম্মদ হোসেন ফকির (৭০) বলেন, ‘ভাই–ভাতিজাদের ফিরে যে আনন্দ আমরা পেয়েছি তা অন্য কোনো আনন্দের চেয়ে কোনো অংশে কম নয়।’
দূরত্ব কখনো রক্তের সম্পর্কে ছেদ টানতে পারে না। নিজ বংশধরদের খোঁজে দেশ–বিদেশ ঘুরে বেড়ানোর ইতিহাস বিরল নয়। কিন্তু মাত্র ১৪০ কিলোমিটার দূরত্বে বসবাস করা স্বজনদের সঙ্গে সাক্ষাতের ব্যবধান ৬৮ বছর দীর্ঘ হলে তা সত্যিই পীড়াদায়ক।
গত শুক্রবার কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের চন্দ্রপুর থেকে ২২ সদস্যদের একটি পরিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের আহাম্মদ হোসেন ফকিরের বাড়িতে আসেন। ২২ সদস্যের ওই পরিবারটি মো. ফারুক আহমেদ, ইউপি সদস্য মো. রতন মিয়ার নেতৃত্বে শুক্রবার সকালে স্বজনের সন্ধানে বাড়ি থেকে বের হন। সারা দিন পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে নান্দাইলের আচারগাঁও গ্রামে নিজেদের রক্তের বাঁধনের সূত্র খুঁজে পান। ৬৮ বছর পর স্বজনদের সন্ধান পেয়ে আবেগে আপ্লুত সবাই।
ওই পরিবারের একাধিক সদস্য জানান, প্রায় ২০০ বছর আগে ইংরেজ শাসনামলে নান্দাইলে ফকির ও সরকার পরিবার নামে দুটি পরিবার বাস করত। দুই পরিবার মূলত একই বংশোদ্ভূত। পরে দুই পরিবারে একটি কিশোরগঞ্জের ইটনায় চলে যায় এবং সেখানেই বসবাস শুরু করেন। আচারগাঁও গ্রামের আহম্মদ ফকিরের পিতা মৃত জাফর আলী ফকির ইটনা উপজেলার চন্দ্রপুর গ্রামের এবং ইটনার মৃত তিন চাচাতো ভাই আবুল হোসেন সরকার, কাবিল হোসেন, ডেঙ্গু মিয়ার সম্পর্কে চাচাতো ভাই। তাঁর প্রত্যেকে জীবিত থাকা অবস্থায় ৬৮ বছর আগে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু তাঁরা মারা যাওয়ার পর আর যোগাযোগ হয়নি।
সর্বশেষ কিছুদিন আগে, ইটনা উপজেলার ফারুক (সম্পর্কে আহাম্মদ ফকিরে ভাতিজা) ও রতন মেম্বার (সম্পর্কে আহাম্মদ ফকিরের চাচাতো ভাই) জানতে পারেন নান্দাইলে তাঁদের স্বজনেরা রয়েছে। পরেই নান্দাইলে আসেন স্বজনদের খোঁজে।
মো. রতন মেম্বার (৬৫) আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘আমরা আর ভুল করব না। এখন থেকে নিয়মিত আসা-যাওয়ার মাধ্যমে আত্মীয়তার বন্ধন অটুট রাখব।’
আচারগাঁও গ্রামে বসবাসকারী আহাম্মদ হোসেন ফকির (৭০) বলেন, ‘ভাই–ভাতিজাদের ফিরে যে আনন্দ আমরা পেয়েছি তা অন্য কোনো আনন্দের চেয়ে কোনো অংশে কম নয়।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৩৮ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে