দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে এক রাতে সেচের পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়েছে। উপজেলার বিরিশিরি ইউনিয়ন ও কুল্লাগড়া ইউনিয়নে গত শুক্রবার (২৪ মে) রাতে এ ঘটনা ঘটে। এতে বিদ্যুৎ সংকটে জমিতে পানি দিতে পারছেন না ৩৫০ জন কৃষক। এ অবস্থায় ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
কৃষকেরা জানিয়েছেন, ট্রান্সফরমার চুরি হওয়ার দিন রাত ১১টা থেকে দিবাগত রাত ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ওই সময়ের মধ্যে সেচের পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়।
ট্রান্সফরমারগুলো হারিয়াউন্দ গ্রামের আব্দুর রশিদ ও হোসাইন আহমেদ এবং নলজোড়া গ্রামের এমএ জিন্নাহ, তৌফিক আহমেদ ও আবুল কাশেমে ফসলি জমি থেকে চুরি হয়ে যায়। এ ট্রান্সফরমারগুলো চুরি হওয়ায় দুই ইউনিয়নের ৩৫০ জন কৃষকের আমনের বীজতলায় সেচের পানি দেওয়া বন্ধ রয়েছে।
হারিয়াউন্দ গ্রামের কৃষক হোসাইন আহমেদ বলেন, ‘আমন ধানের জন্য বর্তমানে আমরা বীজতলা তৈরি করব। এই মুহূর্তে ট্রান্সফরমার চুরির ঘটনায় খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমাদের। বীজতলায় পানি না দিতে না পারলে বড় ধরনের ক্ষতি হবে। আমার ট্রান্সফরমার দিয়ে অনেক কৃষকের জমিতে সেচযন্ত্র দিয়ে পানি দেওয়া হয়। হয়। তারা সবাই বর্তমানে দুশ্চিন্তায় রয়েছেন।’
সেচ পাম্পের মালিক তৌফিক আহমেদ বলেন, ‘গত শুক্রবার রাতে আমার ট্রান্সফরমার চুরি হয়। অনেকেই ধানসহ বিভিন্ন সবজিরও চাষ করছে। এসব জমিতে সেচযন্ত্র দিয়ে পানি দিতে হবে। এমন অবস্থায় ট্রান্সফরমার চুরিতে আমরা কৃষকেরা আতঙ্কিত।’
কৃষক আবুল কাশেম বলেন, ‘একটি ট্রান্সফরমার কিনতে ৬০ থেকে ৭০ হাজার টাকা লাগে। বর্তমানে আর্থিক সংকটে আছি। তারপরও যদি নিশ্চয়তা থাকত যে আর ট্রান্সফরমার চুরি হবে না, তাহলে কষ্ট করে হলেও কেনা যেত। এভাবে চলতে থাকলে এ মৌসুমের সেচব্যবস্থা হুমকিতে পড়বে।’
পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এ নিয়ে থানায় মামলাও হচ্ছে। গত আট মাসে ২৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এখন আরও পাঁচটি নিয়ে মোট ২৮টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
আরেক কৃষক আব্দুর রশিদ বলেন, ‘শুধু আমাদের গ্রাম নয়। আশপাশের এলাকায়ও প্রায়ই ফসলি জমি থেকে ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনা ঘটছে। রাতের যে সময়ে এই ট্রান্সফরমারগুলো চুরি ওই সময় এলাকায় বিদ্যুৎ থাকে না। আমরা মনে করি এই চুরির সঙ্গে বিদ্যুৎ বিভাগও জড়িত থাকতে পারে। এ বিষয়ে থানায় অভিযোগ দিব।’
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম দেলোয়ার হোসেন বলেন, ‘ট্রান্সফরমার চুরির খবর পেয়েছি। এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছি আমরা।’
নেত্রকোনার দুর্গাপুরে এক রাতে সেচের পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়েছে। উপজেলার বিরিশিরি ইউনিয়ন ও কুল্লাগড়া ইউনিয়নে গত শুক্রবার (২৪ মে) রাতে এ ঘটনা ঘটে। এতে বিদ্যুৎ সংকটে জমিতে পানি দিতে পারছেন না ৩৫০ জন কৃষক। এ অবস্থায় ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
কৃষকেরা জানিয়েছেন, ট্রান্সফরমার চুরি হওয়ার দিন রাত ১১টা থেকে দিবাগত রাত ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ওই সময়ের মধ্যে সেচের পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়।
ট্রান্সফরমারগুলো হারিয়াউন্দ গ্রামের আব্দুর রশিদ ও হোসাইন আহমেদ এবং নলজোড়া গ্রামের এমএ জিন্নাহ, তৌফিক আহমেদ ও আবুল কাশেমে ফসলি জমি থেকে চুরি হয়ে যায়। এ ট্রান্সফরমারগুলো চুরি হওয়ায় দুই ইউনিয়নের ৩৫০ জন কৃষকের আমনের বীজতলায় সেচের পানি দেওয়া বন্ধ রয়েছে।
হারিয়াউন্দ গ্রামের কৃষক হোসাইন আহমেদ বলেন, ‘আমন ধানের জন্য বর্তমানে আমরা বীজতলা তৈরি করব। এই মুহূর্তে ট্রান্সফরমার চুরির ঘটনায় খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমাদের। বীজতলায় পানি না দিতে না পারলে বড় ধরনের ক্ষতি হবে। আমার ট্রান্সফরমার দিয়ে অনেক কৃষকের জমিতে সেচযন্ত্র দিয়ে পানি দেওয়া হয়। হয়। তারা সবাই বর্তমানে দুশ্চিন্তায় রয়েছেন।’
সেচ পাম্পের মালিক তৌফিক আহমেদ বলেন, ‘গত শুক্রবার রাতে আমার ট্রান্সফরমার চুরি হয়। অনেকেই ধানসহ বিভিন্ন সবজিরও চাষ করছে। এসব জমিতে সেচযন্ত্র দিয়ে পানি দিতে হবে। এমন অবস্থায় ট্রান্সফরমার চুরিতে আমরা কৃষকেরা আতঙ্কিত।’
কৃষক আবুল কাশেম বলেন, ‘একটি ট্রান্সফরমার কিনতে ৬০ থেকে ৭০ হাজার টাকা লাগে। বর্তমানে আর্থিক সংকটে আছি। তারপরও যদি নিশ্চয়তা থাকত যে আর ট্রান্সফরমার চুরি হবে না, তাহলে কষ্ট করে হলেও কেনা যেত। এভাবে চলতে থাকলে এ মৌসুমের সেচব্যবস্থা হুমকিতে পড়বে।’
পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এ নিয়ে থানায় মামলাও হচ্ছে। গত আট মাসে ২৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এখন আরও পাঁচটি নিয়ে মোট ২৮টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
আরেক কৃষক আব্দুর রশিদ বলেন, ‘শুধু আমাদের গ্রাম নয়। আশপাশের এলাকায়ও প্রায়ই ফসলি জমি থেকে ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনা ঘটছে। রাতের যে সময়ে এই ট্রান্সফরমারগুলো চুরি ওই সময় এলাকায় বিদ্যুৎ থাকে না। আমরা মনে করি এই চুরির সঙ্গে বিদ্যুৎ বিভাগও জড়িত থাকতে পারে। এ বিষয়ে থানায় অভিযোগ দিব।’
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম দেলোয়ার হোসেন বলেন, ‘ট্রান্সফরমার চুরির খবর পেয়েছি। এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছি আমরা।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৩৭ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে