নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামানের বাবা আবুল কাশেমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংস্থাটির দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূরে আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের প্রধান কার্যালয়ের একটি ঊর্ধ্বতন সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এসপি কামরুজ্জামানের বাবা আবুল কাশেমের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে মামলায়।
এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধানকালে আবুল কাশেম দুদককে ৭ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৫৮০ টাকা স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ তার সম্পদ বিবরণীতে তথ্য দেন।
কিন্তু যাচাইকালে তার নামে মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১০ কোটি ৩ লাখ ,৮৫ হাজা ৯৩৪ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়।
এ সময় পুলিশ কর্মকর্তা কামরুজ্জামানের বাবা ২ কোটি ৮২ লাখ ১২ হাজার ৩৫৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে অনুসন্ধানে প্রমাণ পায় দুদক। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
মামলার এজাহারে আরও বলা হয়, দুদককে দেওয়া তথ্য অনুযায়ী আবুল কাশেমের মোট সম্পদের পরিমাণ ১০ কোটি ৫৫ লাখ ৬৮ হাজার ৫৬৬ টাকা। কিন্তু এর বিপরীতে তার আয়ের পরিমাণ ৪ কোটি ৩৭ লাখ ৪৪ হাজার ২৩৩ টাকা। অর্থাৎ পুলিশ কর্মকর্তা কামরুজ্জামানের বাবা আবুল কাশেম ৬ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৩৩৩ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া যায়।
ফলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামানের বাবা আবুল কাশেমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংস্থাটির দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূরে আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের প্রধান কার্যালয়ের একটি ঊর্ধ্বতন সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এসপি কামরুজ্জামানের বাবা আবুল কাশেমের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে মামলায়।
এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধানকালে আবুল কাশেম দুদককে ৭ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৫৮০ টাকা স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ তার সম্পদ বিবরণীতে তথ্য দেন।
কিন্তু যাচাইকালে তার নামে মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১০ কোটি ৩ লাখ ,৮৫ হাজা ৯৩৪ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়।
এ সময় পুলিশ কর্মকর্তা কামরুজ্জামানের বাবা ২ কোটি ৮২ লাখ ১২ হাজার ৩৫৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে অনুসন্ধানে প্রমাণ পায় দুদক। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
মামলার এজাহারে আরও বলা হয়, দুদককে দেওয়া তথ্য অনুযায়ী আবুল কাশেমের মোট সম্পদের পরিমাণ ১০ কোটি ৫৫ লাখ ৬৮ হাজার ৫৬৬ টাকা। কিন্তু এর বিপরীতে তার আয়ের পরিমাণ ৪ কোটি ৩৭ লাখ ৪৪ হাজার ২৩৩ টাকা। অর্থাৎ পুলিশ কর্মকর্তা কামরুজ্জামানের বাবা আবুল কাশেম ৬ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৩৩৩ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া যায়।
ফলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৬ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৩৪ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগে