নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
গরিব-অসহায় মানুষ যেন কম মূল্যে গরুর মাংস কিনতে পারেন, সে জন্য একটি গরু কেনা হয়। আজ শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে ওই গরুর মাংস কেজিপ্রতি ৬০০ টাকায় বিক্রি করা হয়। কেউবা কেজিপ্রতি মাংস কেনেন ২০০-৩০০ টাকায়। আর যাদের কেনার সামর্থ্য নেই, তাঁদের বিনা মূল্যে আধা কেজি করে দেওয়া হয়। কম মূল্যে মাংস কিনতে পেরে খুশি ক্রেতারাও।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানব কল্যাণ সংগঠন ‘ইনসাফ’-এর উদ্যোগে এভাবে মাংস বিক্রি করা হয়। আজ শুক্রবার দুপুরে এই মাংস বিক্রির উদ্বোধন করেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক।
এ সময় ৬০০ টাকা কেজি দরে একজন ক্রেতা এক কেজি মাংস কিনতে পেরেছেন। তবে যাদের মাংস ক্রয় করার সামর্থ্য নেই, তাদের বিনা মূল্যে আধা কেজি করে গরুর মাংস দেওয়া হয়েছে। এ ছাড়া কেউ ২০০-৩০০ টাকাতেও কেজি প্রতি মাংস ক্রয় করেছেন।
সংগঠনটির প্রধান উদ্যোক্তা হাবিবুল্লাহ পাহাড়ি গাজীপুর জামিয়াতুছ সুফফাআল ইসলামিয়া মাদ্রাসার দাওরা (মাস্টার্স) অধ্যয়নরত। আসন্ন ঈদুল ফিতরে গরিব-অসহায় মানুষ যেন কম মূল্যে গরুর মাংস কিনতে পারেন, সে জন্য সামান্য কিছু টাকা দিয়ে এক কৃষকের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকায় একটি গরু ক্রয় করে সংগঠনটি। আজ মাংস বিক্রির টাকা দিয়ে বাকি টাকা পরিশোধ করা হবে।
কম মূল্যে গরুর মাংস কিনতে এসে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘গত কোরবানি ঈদের পর মাত্র একবার গরুর মাংস খাইছিলাম। বাজারে মাংসের যে দাম, আমগর তো কেনার সামর্থ্য নাই। আজ ২৫০ ট্যাহার মাংস কিনলাম। পোলাপানগুলা মেলাদিন পর গরুর মাংস খাইব।’
এ ব্যাপারে হাবিবুল্লাহ পাহাড়ি বলেন, ‘অনেক নিম্ন আয়ের মানুষ বেশি টাকা দিয়ে গরুর মাংস কিনতে পারেন না। আবার ১৫০ বা ২০০ টাকা দিয়েও মাংস কিনতে লজ্জা পান। তাঁদের জন্যই আমাদের সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন। আর যারা একান্তই গরিব, তাদের অল্প করে মাংস বিনা মূল্যে দেওয়া হয়েছে।’
ইনসাফ সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৯ সালে উপজেলায় মানব কল্যাণে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, ঘর নির্মাণ ও সংস্কার করা, বিদ্যুতের সংযোগ দেওয়া, অসহায় অসুস্থ মানুষের চিকিৎসাসেবা, সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন করা, আর্থিক সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করতে দোকান করে দেওয়াসহ নানা সামাজিক করে যাচ্ছে সংগঠনটি। এ ছাড়া এলাকার এতিম শিশুদের লেখাপড়ার বই, খাতা ও কাপড় দেওয়ার কাজ করে সংগঠনটি।
গরিব-অসহায় মানুষ যেন কম মূল্যে গরুর মাংস কিনতে পারেন, সে জন্য একটি গরু কেনা হয়। আজ শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে ওই গরুর মাংস কেজিপ্রতি ৬০০ টাকায় বিক্রি করা হয়। কেউবা কেজিপ্রতি মাংস কেনেন ২০০-৩০০ টাকায়। আর যাদের কেনার সামর্থ্য নেই, তাঁদের বিনা মূল্যে আধা কেজি করে দেওয়া হয়। কম মূল্যে মাংস কিনতে পেরে খুশি ক্রেতারাও।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানব কল্যাণ সংগঠন ‘ইনসাফ’-এর উদ্যোগে এভাবে মাংস বিক্রি করা হয়। আজ শুক্রবার দুপুরে এই মাংস বিক্রির উদ্বোধন করেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক।
এ সময় ৬০০ টাকা কেজি দরে একজন ক্রেতা এক কেজি মাংস কিনতে পেরেছেন। তবে যাদের মাংস ক্রয় করার সামর্থ্য নেই, তাদের বিনা মূল্যে আধা কেজি করে গরুর মাংস দেওয়া হয়েছে। এ ছাড়া কেউ ২০০-৩০০ টাকাতেও কেজি প্রতি মাংস ক্রয় করেছেন।
সংগঠনটির প্রধান উদ্যোক্তা হাবিবুল্লাহ পাহাড়ি গাজীপুর জামিয়াতুছ সুফফাআল ইসলামিয়া মাদ্রাসার দাওরা (মাস্টার্স) অধ্যয়নরত। আসন্ন ঈদুল ফিতরে গরিব-অসহায় মানুষ যেন কম মূল্যে গরুর মাংস কিনতে পারেন, সে জন্য সামান্য কিছু টাকা দিয়ে এক কৃষকের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকায় একটি গরু ক্রয় করে সংগঠনটি। আজ মাংস বিক্রির টাকা দিয়ে বাকি টাকা পরিশোধ করা হবে।
কম মূল্যে গরুর মাংস কিনতে এসে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘গত কোরবানি ঈদের পর মাত্র একবার গরুর মাংস খাইছিলাম। বাজারে মাংসের যে দাম, আমগর তো কেনার সামর্থ্য নাই। আজ ২৫০ ট্যাহার মাংস কিনলাম। পোলাপানগুলা মেলাদিন পর গরুর মাংস খাইব।’
এ ব্যাপারে হাবিবুল্লাহ পাহাড়ি বলেন, ‘অনেক নিম্ন আয়ের মানুষ বেশি টাকা দিয়ে গরুর মাংস কিনতে পারেন না। আবার ১৫০ বা ২০০ টাকা দিয়েও মাংস কিনতে লজ্জা পান। তাঁদের জন্যই আমাদের সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন। আর যারা একান্তই গরিব, তাদের অল্প করে মাংস বিনা মূল্যে দেওয়া হয়েছে।’
ইনসাফ সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৯ সালে উপজেলায় মানব কল্যাণে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, ঘর নির্মাণ ও সংস্কার করা, বিদ্যুতের সংযোগ দেওয়া, অসহায় অসুস্থ মানুষের চিকিৎসাসেবা, সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন করা, আর্থিক সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করতে দোকান করে দেওয়াসহ নানা সামাজিক করে যাচ্ছে সংগঠনটি। এ ছাড়া এলাকার এতিম শিশুদের লেখাপড়ার বই, খাতা ও কাপড় দেওয়ার কাজ করে সংগঠনটি।
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৩৬ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
৪২ মিনিট আগে