সৈয়দপুর বিমানবন্দরে দুটি ফ্লাইট বিলম্বে অবতরণ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১৬: ০৭
সৈয়দপুর বিমানবন্দরে আজ সকাল সাড়ে ৯টার দিকেও কুয়াশা দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।

এই আবহাওয়ার কারণে সকাল ৮টার দুটি ফ্লাইট অবতরণে দেরি হয়। প্রায় আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ দুটি ফ্লাইটের ঢাকাগামী প্রায় শতাধিক যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছিল। তবে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম আজকের পত্রিকাকে বলেন, রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকতে হয়। সকাল সাড়ে ১০টার দিকে প্রয়োজনীয় দৃষ্টিসীমা থাকায় উড়োজাহাজ ওঠানামা শুরু হয়। এর আগে সকাল ৬টার দিকে রানওয়ে এলাকায় মাত্র ৫০ মিটার, সকাল ৮টায় ২০০ মিটার এবং সকাল ৯টায় ৪০০ মিটার দৃষ্টিসীমা বিরাজ করে।

তিনি জানান, শুক্রবার সর্বনিম্ন এ অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ঘন কুয়াশার জন্য সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুটি ফ্লাইট শিডিউল মোতাবেক অবতরণ করতে পারেনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফ্লাইটগুলো বিলম্বে অবতরণ করেছে। শীতের এ সময় বৈরী আবহাওয়ার কারণে প্রায় এমনটি ঘটে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত