মো. ফরিদ আহমেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর)
শেরপুরের শ্রীবরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেলুজ্জামান ওরফে রাসেলের বিরুদ্ধে বাসস্ট্যান্ডের জমি দখলের অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে রাসেল তাঁর লোকজন নিয়ে ওই জমি দখল করেন। পরে একটি চালাঘর নির্মাণসহ বাঁশের খুঁটি ও জালে ঘেরা দিয়ে কিছু গাছের চারা রোপণ করেন তিনি।
এদিকে হঠাৎ করে পৌর বাসস্ট্যান্ডের জায়গা বেদখল হওয়ায় পৌরসভাসহ স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করেছে। এদিকে গতকাল বৃহস্পতিবার পৌর কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবরদখলে বাধা দেন।
স্থানীয় লোকজন জানান, প্রায় তিন যুগ আগে শ্রীবরদী থানাসংলগ্ন শেরপুর-শ্রীবরদী সড়কের পাশে ৫০ শতাংশ জমিতে বাসস্ট্যান্ড গড়ে ওঠে। সেখানে কয়েকবার মাটি ভরাট করে যাত্রীছাউনি নির্মাণ করা হয়। তখন থেকে স্থানটি সিএনজি ও বিভিন্ন যানবাহন দাঁড়ানোসহ যাত্রী ওঠানামার জন্য পৌর বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহার হয়ে আসছে।
এদিকে গত বুধবার গভীর রাতে উপজেলার গোঁসাইপুর ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেলুজ্জামান ওরফে রাসেল তালুকদার বাসস্ট্যান্ডের যাত্রীছাউনির পেছনের ১৯ শতাংশ জমি দখল করে সাইনবোর্ড টাঙিয়ে দেন।
সাইনবোর্ডে লেখা রয়েছে, পৈতৃক ওয়ারিশ সূত্রে এই জমির মালিক মরহুম রহিমদ্দীন সরকারের ছেলে জয়নাল আবেদীন। জয়নাল আবেদীন হলেন রাসেলুজ্জামান ওরফে রাসেল তালুকদারের দাদা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দখলকারী রাসেল তালুকদার বলেন, ‘এটা আমাদের পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া জমি। আমাদের নামে কাগজপত্র আছে। কিন্তু লোকবল না থাকায় আমরা এত দিন জমিতে আসতে পারিনি। বর্তমানে দলের নেতাদের সঙ্গে কথা বলে এখানে জমি দখল করে ঘর নির্মাণ করেছি।’
এ বিষয়ে শ্রীবরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাজাহান কবির বলেন, ‘আমরা জানি ওই জায়গা বাসস্ট্যান্ডের। তাই পৌরসভার পক্ষ থেকে কয়েকবার মাটি ভরাট করা হয়েছে। সেখানে যাত্রীছাউনি রয়েছে। হঠাৎ করে রাতের আঁধারে বাসস্ট্যান্ডের জমি জবরদখল করে নেওয়া হচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শ্রীবরদী উপজেলা শাখার সদস্যসচিব সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। সে দলের নাম ভাঙিয়ে সরকারি জমি জবরদখল করেছে। এটা কখনো কাম্য নয়। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে শ্রীবরদী পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, ‘পৌর বাসস্ট্যান্ডের জায়গা দখলের বিষয়টি শুনেছি। ওই জায়গার কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
শেরপুরের শ্রীবরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেলুজ্জামান ওরফে রাসেলের বিরুদ্ধে বাসস্ট্যান্ডের জমি দখলের অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে রাসেল তাঁর লোকজন নিয়ে ওই জমি দখল করেন। পরে একটি চালাঘর নির্মাণসহ বাঁশের খুঁটি ও জালে ঘেরা দিয়ে কিছু গাছের চারা রোপণ করেন তিনি।
এদিকে হঠাৎ করে পৌর বাসস্ট্যান্ডের জায়গা বেদখল হওয়ায় পৌরসভাসহ স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করেছে। এদিকে গতকাল বৃহস্পতিবার পৌর কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবরদখলে বাধা দেন।
স্থানীয় লোকজন জানান, প্রায় তিন যুগ আগে শ্রীবরদী থানাসংলগ্ন শেরপুর-শ্রীবরদী সড়কের পাশে ৫০ শতাংশ জমিতে বাসস্ট্যান্ড গড়ে ওঠে। সেখানে কয়েকবার মাটি ভরাট করে যাত্রীছাউনি নির্মাণ করা হয়। তখন থেকে স্থানটি সিএনজি ও বিভিন্ন যানবাহন দাঁড়ানোসহ যাত্রী ওঠানামার জন্য পৌর বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহার হয়ে আসছে।
এদিকে গত বুধবার গভীর রাতে উপজেলার গোঁসাইপুর ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেলুজ্জামান ওরফে রাসেল তালুকদার বাসস্ট্যান্ডের যাত্রীছাউনির পেছনের ১৯ শতাংশ জমি দখল করে সাইনবোর্ড টাঙিয়ে দেন।
সাইনবোর্ডে লেখা রয়েছে, পৈতৃক ওয়ারিশ সূত্রে এই জমির মালিক মরহুম রহিমদ্দীন সরকারের ছেলে জয়নাল আবেদীন। জয়নাল আবেদীন হলেন রাসেলুজ্জামান ওরফে রাসেল তালুকদারের দাদা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দখলকারী রাসেল তালুকদার বলেন, ‘এটা আমাদের পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া জমি। আমাদের নামে কাগজপত্র আছে। কিন্তু লোকবল না থাকায় আমরা এত দিন জমিতে আসতে পারিনি। বর্তমানে দলের নেতাদের সঙ্গে কথা বলে এখানে জমি দখল করে ঘর নির্মাণ করেছি।’
এ বিষয়ে শ্রীবরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাজাহান কবির বলেন, ‘আমরা জানি ওই জায়গা বাসস্ট্যান্ডের। তাই পৌরসভার পক্ষ থেকে কয়েকবার মাটি ভরাট করা হয়েছে। সেখানে যাত্রীছাউনি রয়েছে। হঠাৎ করে রাতের আঁধারে বাসস্ট্যান্ডের জমি জবরদখল করে নেওয়া হচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শ্রীবরদী উপজেলা শাখার সদস্যসচিব সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। সে দলের নাম ভাঙিয়ে সরকারি জমি জবরদখল করেছে। এটা কখনো কাম্য নয়। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে শ্রীবরদী পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, ‘পৌর বাসস্ট্যান্ডের জায়গা দখলের বিষয়টি শুনেছি। ওই জায়গার কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে