ময়মনসিংহ প্রতিনিধি
ছাত্র হত্যা মামলায় ময়মনসিংহে মোটর মালিক সমিতির মহাসচিব ও আওয়ামী লীগের নেতা মাহাবুবুর রহমানকে (৫৮) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর সানকিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ র্যাব-১৪–এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, ময়মনসিংহে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। ওই ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালান মাহবুবুর রহমান।
এর আগে ১৯ জুলাই সন্ধ্যায় নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন সাগর। তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে ও ফুলবাড়িয়া কলেজের (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ওই ঘটনায় ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় মাহাবুবুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ছাত্র হত্যা মামলায় ময়মনসিংহে মোটর মালিক সমিতির মহাসচিব ও আওয়ামী লীগের নেতা মাহাবুবুর রহমানকে (৫৮) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর সানকিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ র্যাব-১৪–এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, ময়মনসিংহে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। ওই ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালান মাহবুবুর রহমান।
এর আগে ১৯ জুলাই সন্ধ্যায় নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন সাগর। তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে ও ফুলবাড়িয়া কলেজের (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ওই ঘটনায় ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় মাহাবুবুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১২ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২০ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে