হত্যা মামলায় ময়মনসিংহে পরিবহন নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ২২: ৪৭

ছাত্র হত্যা মামলায় ময়মনসিংহে মোটর মালিক সমিতির মহাসচিব ও আওয়ামী লীগের নেতা মাহাবুবুর রহমানকে (৫৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর সানকিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ময়মনসিংহ র‍্যাব-১৪–এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

র‍্যাব জানায়, ময়মনসিংহে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। ওই ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালান মাহবুবুর রহমান। 

এর আগে ১৯ জুলাই সন্ধ্যায় নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন সাগর। তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে ও ফুলবাড়িয়া কলেজের (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

ওই ঘটনায় ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় মাহাবুবুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত