নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে রাতে এক তরুণীকে (২২) রাস্তা থেকে তুলে নিয়ে নির্জন স্থানে বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুটে নেওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাঘান গ্রামে এ ঘটনা ঘটে।
ওই তরুণী মাঘান গ্রামের বাসিন্দা। কয়েক মাস ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তবে এ ঘটনায় এলাকায় ‘ধর্ষণের’ গুঞ্জন উঠেছে। যা নিয়ে বিব্রত ওই তরুণী ও তাঁর পরিবার।
ভুক্তভোগী তরুণী বলেন, ‘শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা থেকে মাঘান বাজারে আসি। বাজার থেকে অটোরিকশা নিয়ে বাড়ির দিকে রওনা হই। পথে রাস্তা আটকে দাঁড়ায় চার যুবক। তারা আমাকে গলায় ছুরি ধরে টেনেহিঁচড়ে একটি খালের পাশে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে আমার দুই হাত পেছনে বেঁধে ফেলে। পরে তারা আমার কানে থাকা ছয় আনা ওজনের দুল ও ব্যাগে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তাদের হাত থেকে কোনোভাবে ছুটে খাল পার হয়ে একটি বাড়িতে গিয়ে উঠি।’
তিনি আরও বলেন, ‘ওই বাড়ির লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমার পরিবারের লোকজন ছুটে আসে। ওই রাতেই থানায় গিয়ে লিখিত অভিযোগ দিই। গ্রামের বাবু ও আমিরুল নামে দুই যুবককে চিনতে পেরেছি।’
ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. মোশারফ হোসেন বলেন, ‘রাতে ওই তরুণীকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দিয়ে এসেছি। এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন উঠেছে। তবে ওই তরুণীর বক্তব্য অনুযায়ীই অভিযোগ দেওয়া হয়েছে।’
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। মামলা এখনো রেকর্ড হয়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
নেত্রকোনার মোহনগঞ্জে রাতে এক তরুণীকে (২২) রাস্তা থেকে তুলে নিয়ে নির্জন স্থানে বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুটে নেওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাঘান গ্রামে এ ঘটনা ঘটে।
ওই তরুণী মাঘান গ্রামের বাসিন্দা। কয়েক মাস ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তবে এ ঘটনায় এলাকায় ‘ধর্ষণের’ গুঞ্জন উঠেছে। যা নিয়ে বিব্রত ওই তরুণী ও তাঁর পরিবার।
ভুক্তভোগী তরুণী বলেন, ‘শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা থেকে মাঘান বাজারে আসি। বাজার থেকে অটোরিকশা নিয়ে বাড়ির দিকে রওনা হই। পথে রাস্তা আটকে দাঁড়ায় চার যুবক। তারা আমাকে গলায় ছুরি ধরে টেনেহিঁচড়ে একটি খালের পাশে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে আমার দুই হাত পেছনে বেঁধে ফেলে। পরে তারা আমার কানে থাকা ছয় আনা ওজনের দুল ও ব্যাগে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তাদের হাত থেকে কোনোভাবে ছুটে খাল পার হয়ে একটি বাড়িতে গিয়ে উঠি।’
তিনি আরও বলেন, ‘ওই বাড়ির লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমার পরিবারের লোকজন ছুটে আসে। ওই রাতেই থানায় গিয়ে লিখিত অভিযোগ দিই। গ্রামের বাবু ও আমিরুল নামে দুই যুবককে চিনতে পেরেছি।’
ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. মোশারফ হোসেন বলেন, ‘রাতে ওই তরুণীকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দিয়ে এসেছি। এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন উঠেছে। তবে ওই তরুণীর বক্তব্য অনুযায়ীই অভিযোগ দেওয়া হয়েছে।’
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। মামলা এখনো রেকর্ড হয়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৬ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১৫ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৪৪ মিনিট আগে