ময়মনসিংহ প্রতিনিধি
চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি দুই ঘণ্টা আটকে রাখেন। শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলছে চলবেই। পরে বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থী তাইমুল হক বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। কোটাবিরোধী আন্দোলনে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমি নিজেও চাই না কোটার দোহাই দিয়ে কেউ চাকরিতে আসুক। মুক্তিযুদ্ধের এত বছর পরেও কেন কোটা থাকবে। সেটা অবশ্যই সরকারকে বাতিল করতে হবে; না হয় আন্দোলন চলবেই।’
আরেক শিক্ষার্থী ইরান মিয়া বলেন, ‘আমরা দ্বিতীয় দিনের মতো ট্রেন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। কারণ, আদালত আমাদের বিষয়টি হেয়ালিপণার স্বরূপ দেখছে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দুই ঘণ্টা ট্রেন অবরোধ রেখে ছেড়ে দেওয়া হয়েছে।’
ট্রেনের যাত্রী সাইদুল হক বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছা অনেকটাই দুষ্কর হয়ে পড়েছে। সাধারণ যাত্রী হিসেবে আমাদের কেন এত ভোগান্তি পোহাতে হবে। আমার মনে হয় সরকারকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় সঠিক সিদ্ধান্ত হবে।’
ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক দীপক পাল বলেন, বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে বেলা ১টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুর এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি আটকে বিক্ষোভ করেন। পরে ৩টা ১০ মিনিটের দিকে বিক্ষোভ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বেশ কয়েকটি স্টেশনে ট্রেন আটকে থাকায় এতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
এর আগে গতকাল বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন বাকৃবি। এতে প্রায় এক ঘণ্টা আটকে থাকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন।
চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি দুই ঘণ্টা আটকে রাখেন। শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলছে চলবেই। পরে বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থী তাইমুল হক বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। কোটাবিরোধী আন্দোলনে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমি নিজেও চাই না কোটার দোহাই দিয়ে কেউ চাকরিতে আসুক। মুক্তিযুদ্ধের এত বছর পরেও কেন কোটা থাকবে। সেটা অবশ্যই সরকারকে বাতিল করতে হবে; না হয় আন্দোলন চলবেই।’
আরেক শিক্ষার্থী ইরান মিয়া বলেন, ‘আমরা দ্বিতীয় দিনের মতো ট্রেন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। কারণ, আদালত আমাদের বিষয়টি হেয়ালিপণার স্বরূপ দেখছে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দুই ঘণ্টা ট্রেন অবরোধ রেখে ছেড়ে দেওয়া হয়েছে।’
ট্রেনের যাত্রী সাইদুল হক বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছা অনেকটাই দুষ্কর হয়ে পড়েছে। সাধারণ যাত্রী হিসেবে আমাদের কেন এত ভোগান্তি পোহাতে হবে। আমার মনে হয় সরকারকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় সঠিক সিদ্ধান্ত হবে।’
ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক দীপক পাল বলেন, বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে বেলা ১টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুর এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি আটকে বিক্ষোভ করেন। পরে ৩টা ১০ মিনিটের দিকে বিক্ষোভ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বেশ কয়েকটি স্টেশনে ট্রেন আটকে থাকায় এতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
এর আগে গতকাল বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন বাকৃবি। এতে প্রায় এক ঘণ্টা আটকে থাকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন।
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১৭ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
২৯ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে