যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় এক হকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার বন্দবিলা ইউনিয়নের পুলেরহাট এলাকায় সৌদি নামক ইটভাটার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মানিক মিয়া (৫৮) স্থানীয় মথুরাপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা পৌনে ৩টার দিকে স্থানীয় গাইদঘাট গ্রামের ইমামুল নামের এক কৃষক খেতে কাজ করতে যান। এ সময় তিনি দুর্গন্ধ পেয়ে ইটভাটার শ্রমিকদের থাকার ঘরে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক ওই কৃষক স্থানীয়দের মাধ্যমে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে মানিকের মরদেহ শনাক্ত করেন।
পুলিশ আরও জানায়, ইটভাটার মৌসুম না থাকায় শ্রমিকেরা ওই ঘরটি ব্যবহার করতেন না। ঘরটি পরিত্যক্ত ছিল।
মানিকের ছেলে শরিফুল ইসলাম জানান, তাঁর বাবা পেশা একজন হকার। বিভিন্ন অঞ্চলে হাট-বাজারে ক্যানভাস করে ওষুধ বিক্রি করতেন। বছরের বেশির ভাগ সময়ে বাড়ির বাইরে থাকতেন তিনি। বাড়ি আসবেন বলে ১০ দিন আগে মোবাইল ফোনে জানান। এর পর থেকে নিখোঁজ ছিলেন তাঁর বাবা।
এর আগেও দেরি করে বাড়ি আসার ঘটনা ছিল বলে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দেননি বলে জানান তিনি।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। তিনি জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যশোরের বাঘারপাড়ায় এক হকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার বন্দবিলা ইউনিয়নের পুলেরহাট এলাকায় সৌদি নামক ইটভাটার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মানিক মিয়া (৫৮) স্থানীয় মথুরাপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা পৌনে ৩টার দিকে স্থানীয় গাইদঘাট গ্রামের ইমামুল নামের এক কৃষক খেতে কাজ করতে যান। এ সময় তিনি দুর্গন্ধ পেয়ে ইটভাটার শ্রমিকদের থাকার ঘরে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক ওই কৃষক স্থানীয়দের মাধ্যমে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে মানিকের মরদেহ শনাক্ত করেন।
পুলিশ আরও জানায়, ইটভাটার মৌসুম না থাকায় শ্রমিকেরা ওই ঘরটি ব্যবহার করতেন না। ঘরটি পরিত্যক্ত ছিল।
মানিকের ছেলে শরিফুল ইসলাম জানান, তাঁর বাবা পেশা একজন হকার। বিভিন্ন অঞ্চলে হাট-বাজারে ক্যানভাস করে ওষুধ বিক্রি করতেন। বছরের বেশির ভাগ সময়ে বাড়ির বাইরে থাকতেন তিনি। বাড়ি আসবেন বলে ১০ দিন আগে মোবাইল ফোনে জানান। এর পর থেকে নিখোঁজ ছিলেন তাঁর বাবা।
এর আগেও দেরি করে বাড়ি আসার ঘটনা ছিল বলে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দেননি বলে জানান তিনি।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। তিনি জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১০ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১৯ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে