খুলনা শিক্ষক সমিতির নির্বাচন: মানিক–আশিকুলের নেতৃত্বে নীল দলের জয়লাভ

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ২৩: ০৯

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে শিক্ষক সংগঠন নীল দল মনোনীত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। কমিটির সভাপতি পদে ড. মো. আসাদুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক পদে ড. মোহাম্মদ আশিকুল আলম পুনরায় নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোটের দুদিন আগেই বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার কিশোর কুমার। 

নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি বিদ্যুৎ মাতুব্বর; যুগ্ম সম্পাদক দেবাশীষ পণ্ডিত ও রাকিবুল হাসান মো. রাব্বি; কোষাধ্যক্ষ অঙ্কুর চৌধুরী; গবেষণা, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক হুমায়রা ইয়াসমিন; ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ড. জেসমিন আরা, মহিলাবিষয়ক সম্পাদক মীর রিফাত জাহান উষা ও সমাজকল্যাণ সম্পাদক কাজী মৌসুমী আক্তার। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন আফসানা ইয়াসমিন, প্রসেনজিৎ সরকার, রাসমিয়া সুলতানা, পূজা রায় ও মোছা. সাবিনা আলিম। 

ফল ঘোষণার পরপরই ক্যাম্পাসে অবস্থিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নতুন কমিটির নেতারা। 

নব-নির্বাচিত কমিটির সভাপতি ড. মো. আসাদুজ্জামান মানিক বলেন, এই শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একাডেমিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

সাধারণ সম্পাদক ড. মো. আশিকুল আলম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত