যশোরে কলেজছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৪, ১৬: ২৩

যশোরের অভয়নগরে কলেজছাত্র বাবু হত্যা মামলায় আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে (২০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে জানান, ২০২০ সালের ১ জুন রাতে কলেজছাত্র নুরুজ্জামান বাবুকে তাঁর বাড়ির পাশে আমবাগানে ডেকে চেতনানাশক মিশ্রিত কোমলপানীয় খাইয়ে অচেতন করে। পরে গামছা দিয়ে চোখ বেঁধে তাঁকে পুড়াখালী গ্রামের সরকারি বাঁওড়ের পাশে নিয়ে রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। মরদেহ বাঁওড়ের কচুরিপানা নিচে লুকিয়ে রাখে। 

পর দিন ২ জুন বাবুর মোবাইল থেকে তাঁর বাবাকে কল করে অজ্ঞাতপরিচয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ২ জুন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই সূত্রধরে পুলিশ আসামি রাজ্জাক পাটোয়ারীকে আটক করে। আটকের পর তাঁর স্বীকারোক্তি মোতাবেক ৪ জুন বাবুর মরদেহ বাঁওড়ের কচুরিপানা থেকে উদ্ধার করা হয়। 

একই দিন নিহতের বাবা মো. ইমরান গাজী বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত