বাগেরহাট প্রতিনিধি
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটে ব্যাপক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। জোয়ার ও জলোচ্ছ্বাসের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। এর ফলে জেলার অন্তত ৩৫ হাজার মৎস্য ঘেরের মাছ ভেসে গেছে।
ক্ষতিগ্রস্ত এসব ঘেরে সাদা মাছ, কাঁকড়া, চিংড়ি মাছের পোনার চাষ করতেন চাষিরা। এসব মাছ ও পোনা ভেসে যাওয়ায় চাষিদের অন্তত ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল।
এ ছাড়া ঝড়-জলোচ্ছ্বাসে ঘেরের পাড়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ঘেরের তিন কোটি টাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাষিদের তথ্য অনুযায়ী, রামপাল উপজেলায় সবচেয়ে বেশি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। রামপাল উপজেলার দক্ষিণ মল্লিকের বেড়ে গ্রামের মাছ চাষি মোহাম্মদ রেদওয়ান মারুফ বলেন, ‘ঝড় জলোচ্ছ্বাসে ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকার সবাই প্রায় নিঃস্ব হয়ে গেছে। আর কয়েকটা দিন পরই আমরা মাছ বিক্রি করতে পারতাম, কিন্তু রিমাল আমাদের শেষ করে দিয়ে গেল।’
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটের মৎস্য চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে আমরা আজ সোমবার দুপুর পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি। রাতভর যদি বৃষ্টি হয় তাহলে আরও বেশি ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে চাষিদের। ঝড় থামলে আমরা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা ও পরিমাণ দেওয়া হবে।’
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটে ব্যাপক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। জোয়ার ও জলোচ্ছ্বাসের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। এর ফলে জেলার অন্তত ৩৫ হাজার মৎস্য ঘেরের মাছ ভেসে গেছে।
ক্ষতিগ্রস্ত এসব ঘেরে সাদা মাছ, কাঁকড়া, চিংড়ি মাছের পোনার চাষ করতেন চাষিরা। এসব মাছ ও পোনা ভেসে যাওয়ায় চাষিদের অন্তত ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল।
এ ছাড়া ঝড়-জলোচ্ছ্বাসে ঘেরের পাড়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ঘেরের তিন কোটি টাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাষিদের তথ্য অনুযায়ী, রামপাল উপজেলায় সবচেয়ে বেশি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। রামপাল উপজেলার দক্ষিণ মল্লিকের বেড়ে গ্রামের মাছ চাষি মোহাম্মদ রেদওয়ান মারুফ বলেন, ‘ঝড় জলোচ্ছ্বাসে ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকার সবাই প্রায় নিঃস্ব হয়ে গেছে। আর কয়েকটা দিন পরই আমরা মাছ বিক্রি করতে পারতাম, কিন্তু রিমাল আমাদের শেষ করে দিয়ে গেল।’
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটের মৎস্য চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে আমরা আজ সোমবার দুপুর পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি। রাতভর যদি বৃষ্টি হয় তাহলে আরও বেশি ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে চাষিদের। ঝড় থামলে আমরা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা ও পরিমাণ দেওয়া হবে।’
বেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
৯ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৪৪ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৪৪ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৪৪ মিনিট আগে