মসজিদে দান করা ছাগল বিক্রি নিয়ে মারামারি, নিহত ১ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১৪: ৫১

পাইকগাছায় মসজিদে দান করা ছাগল নিলামে বিক্রি করার সময় দুই পক্ষের মারামারিতে লাঠির আঘাতে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার পাইকগাছার কপিলামুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামে জুম’আর নামাজের পর এই ঘটনা ঘটে। 

নিহতের নাম ফজর আলী গাজী (৫৫)। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এএসআই) সবুজ গাজী জানান, উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর পশ্চিম পাড়া জমে মসজিদে একই এলাকার আবু বাক্কার শেখ একটি ছাগল দান করেন। জুম্মার নামাজ শেষে দানের ছাগল নিলামে বিক্রির সময় দুই পক্ষের মধ্য মারামারি বাঁধে। 

সবুজ গাজী জানান, এই মারামারিতে ফজর আলী গাজী (৫৫), শাহিন গাজী (৩৫), বুলবুল আহম্মেদ (১৯) ও মোস্তফা গাজী (৪৫) আহত হন। স্থানীয়রা আহতদের পাইকগাছা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আহত ফজর আলী মৃত্যুবরণ করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মোস্তফা গাজীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। 
 
পাইকগাছা হাসপাতালের চিকিৎসক সঞ্জয় কুমার মণ্ডল জানান, আহত ৪ জনের মধ্য ফজর আলী গাজী নামের একজন মারা গেছেন। বাকিরা চিকিৎসাধীন থাকলেও বুলবুল প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর পালিয়ে গেছে। 

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস বলেন, ‘মারামারিতে প্রাণহানির ঘটনায় নিহতের ছেলে ইসরায়েল গাজী বাদী হয়ে থানায় মামলা করেছেন। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত