মনিরামপুর (যশোর) প্রতিনিধি
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমতি না থাকাসহ নানা অভিযোগে যশোরের মনিরামপুর বাজারের ১১টি মিষ্টির দোকানকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর মালিককে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে নিউ রাজিয়া হোটেল, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নিউ দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দ্বীপ রেস্টুরেন্ট, দাদাভাই মিষ্টান্ন ভান্ডার, বিপ্লব মিষ্টান্ন ভান্ডার, অভিনন্দন সুইটস, সাতক্ষীরা ঘোষ ডেইরি, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-১, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-২ ও সঞ্জিত হোটেল।
এদের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিজাতীয় খাদ্য উৎপাদন ও পরিবেশনের কারণে সঞ্জিত হোটেলের মালিক সঞ্জিত কুন্ডুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি ১০ প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসিল্যান্ড আলী হাসান বলেন, আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মনিরামপুর বাজারের বিভিন্ন মিষ্টির হোটেলে অভিযান চালানো হয়েছে। অভিযানকালে দেখা গেছে, হোটেলগুলো বিএসটিআইয়ের অনুমতি না নিয়ে দই উৎপাদন করছে। তাদের পণ্যের বিক্রির মোড়কীকরণ নিবন্ধন নেই। পণ্যের মোড়কে নেই নিট পরিমাণ।
এসব অভিযোগে নিউ রাজিয়া হোটেলের মালিক রজব আলী, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক জামিল হোসেন, নিউ দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক গৌতম ঘোষ, দ্বীপ রেস্টুরেন্টের মালিক দিলিপ কুমার ঘোষ, দাদাভাই মিষ্টান্ন ভান্ডারের মালিক মনোরঞ্জন ঘোষ, বিপ্লব মিষ্টান্ন ভান্ডারের মালিক বাসুদেব কণ্ডু, অভিনন্দন সুইটসের মালিক নান্টু ঘোষ, সাতক্ষীরা ঘোষ ডেয়ারির মালিক সুজন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-১ মালিক তপন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-২ মালিক শিশির কুমার ঘোষ প্রত্যেককে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আলী হাসান বলেন, অভিযানে দেখা গেছে মাছ বাজারের পাশে অবস্থিত সঞ্জিত হোটেলের মালিক সঞ্জিত কণ্ডু অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও পরিবেশন করছেন। এ জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় বিএসটিআইয়ের পরিদর্শক মাহমুদুল হাসান, মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) কানু চন্দ্র উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমতি না থাকাসহ নানা অভিযোগে যশোরের মনিরামপুর বাজারের ১১টি মিষ্টির দোকানকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর মালিককে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে নিউ রাজিয়া হোটেল, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নিউ দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দ্বীপ রেস্টুরেন্ট, দাদাভাই মিষ্টান্ন ভান্ডার, বিপ্লব মিষ্টান্ন ভান্ডার, অভিনন্দন সুইটস, সাতক্ষীরা ঘোষ ডেইরি, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-১, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-২ ও সঞ্জিত হোটেল।
এদের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিজাতীয় খাদ্য উৎপাদন ও পরিবেশনের কারণে সঞ্জিত হোটেলের মালিক সঞ্জিত কুন্ডুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি ১০ প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসিল্যান্ড আলী হাসান বলেন, আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মনিরামপুর বাজারের বিভিন্ন মিষ্টির হোটেলে অভিযান চালানো হয়েছে। অভিযানকালে দেখা গেছে, হোটেলগুলো বিএসটিআইয়ের অনুমতি না নিয়ে দই উৎপাদন করছে। তাদের পণ্যের বিক্রির মোড়কীকরণ নিবন্ধন নেই। পণ্যের মোড়কে নেই নিট পরিমাণ।
এসব অভিযোগে নিউ রাজিয়া হোটেলের মালিক রজব আলী, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক জামিল হোসেন, নিউ দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক গৌতম ঘোষ, দ্বীপ রেস্টুরেন্টের মালিক দিলিপ কুমার ঘোষ, দাদাভাই মিষ্টান্ন ভান্ডারের মালিক মনোরঞ্জন ঘোষ, বিপ্লব মিষ্টান্ন ভান্ডারের মালিক বাসুদেব কণ্ডু, অভিনন্দন সুইটসের মালিক নান্টু ঘোষ, সাতক্ষীরা ঘোষ ডেয়ারির মালিক সুজন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-১ মালিক তপন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-২ মালিক শিশির কুমার ঘোষ প্রত্যেককে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আলী হাসান বলেন, অভিযানে দেখা গেছে মাছ বাজারের পাশে অবস্থিত সঞ্জিত হোটেলের মালিক সঞ্জিত কণ্ডু অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও পরিবেশন করছেন। এ জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় বিএসটিআইয়ের পরিদর্শক মাহমুদুল হাসান, মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) কানু চন্দ্র উপস্থিত ছিলেন।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৩২ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে