মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা শহরে বছরখানেক ধরে বহুতল ভবন নির্মাণ বেড়েছে। তবে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই এসবের অধিকাংশ ভবনে। জেলা শহরে ফায়ার সার্ভিস স্টেশনে আগুন নেভানোর জন্য তিনতলা পর্যন্ত ব্যবহারযোগ্য মই আছে। কিন্তু গত ১০ বছরে পৌর এলাকায় ৮ থেকে ১৪ তলাবিশিষ্ট অন্তত ১৫টি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ফলে এসব ভবনে বসবাসকারী বাসিন্দারা ঝুঁকির মধ্যে আছেন। মাগুরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মাসিক পরিদর্শনের মূল্যায়নে এসব অব্যবস্থাপনার কথাই জানানো হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিস থেকে জানা গেছে, ঢাকা বেইলি রোডে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো ঘটনার ঝুঁকি এসব ভবনেও ঘটতে পারে বলে শঙ্কা আছে। ভবন তৈরির নকশায় ফায়ার সার্ভিস থেকে অগ্নিনিরাপত্তার বিভিন্ন অবকাঠামোগত নির্দেশনা দিলেও ভবন নির্মাণ শেষে তার বেশির ভাগ বাস্তবায়িত হয়নি। ফলে নিরাপত্তা না থাকায় বহুতল ভবন বা দোকানপাটে কোনো অভিযান শুরু করতে গেলে তা উপরিমহলকে ম্যানেজ করে থামিয়ে দেন মালিকেরা। ফলে গজিয়ে ওঠা বহুতল ভবনের অগ্নিনির্বাপণের ব্যবস্থা খুবই দুর্বল বলে প্রতি মাসের পরিদর্শন মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে।
সরকারি-আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানপাট ঘুরে জানা গেছে, পৌর এলাকায় অন্তত ১৫টি বহুতল ভবন নির্মাণ হয়েছে ৮ থেকে ১৪ তলা পর্যন্ত। এসব ভবনে অগ্নিনির্বাপণে কার্যত কোনো ব্যবস্থা নেই। একটি ফায়ার এক্সটিংগুইশার ছাড়া আর কিছুই নেই। তবে সেটাও মেয়াদোত্তীর্ণ হিসেবে পাওয়া গেছে অনেক প্রতিষ্ঠানে।
মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর স্টেশনের মাস্টার মো. রুহুল আমীন আজকের পত্রিকাকে বলেন, ‘শহরের কোনো রেস্তোরাঁয় অগ্নিনির্বাপণের ভালো কোনো ব্যবস্থা রাখা হয়নি। কিছু রেস্তোরাঁ ছাদের ওপরে, সেগুলো বেশি ঝুঁকিপূর্ণ অগ্নিনির্বাপণে। এ ছাড়া বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ফায়ার সার্ভিস থেকে অনুমতি কেউ নেয়নি। বেশির ভাগ ঢাকা থেকে অনুমতি নিয়েছে। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মাগুরা ফায়ার সার্ভিসকেই এগিয়ে যেতে হয়।’
রুহুল আমীন আরও বলেন, ‘আগুন নেভানোর ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি হলো মই। আমাদের যে মই আছে তা একটি ভবনের তিনতলা পর্যন্ত আগুন নেভানোর সক্ষমতা আছে। এর বেশি তলায় ঘটনা ঘটলে সেটি নেভাতে গেলে অন্য জেলা থেকে মই আনতে হবে, যা সময় সাপেক্ষ বিষয়। যে কারণে মারাত্মক কিছু ঘটার ঝুঁকি অমূলক নয়।’
মাগুরা জেলা শহরে বছরখানেক ধরে বহুতল ভবন নির্মাণ বেড়েছে। তবে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই এসবের অধিকাংশ ভবনে। জেলা শহরে ফায়ার সার্ভিস স্টেশনে আগুন নেভানোর জন্য তিনতলা পর্যন্ত ব্যবহারযোগ্য মই আছে। কিন্তু গত ১০ বছরে পৌর এলাকায় ৮ থেকে ১৪ তলাবিশিষ্ট অন্তত ১৫টি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ফলে এসব ভবনে বসবাসকারী বাসিন্দারা ঝুঁকির মধ্যে আছেন। মাগুরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মাসিক পরিদর্শনের মূল্যায়নে এসব অব্যবস্থাপনার কথাই জানানো হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিস থেকে জানা গেছে, ঢাকা বেইলি রোডে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো ঘটনার ঝুঁকি এসব ভবনেও ঘটতে পারে বলে শঙ্কা আছে। ভবন তৈরির নকশায় ফায়ার সার্ভিস থেকে অগ্নিনিরাপত্তার বিভিন্ন অবকাঠামোগত নির্দেশনা দিলেও ভবন নির্মাণ শেষে তার বেশির ভাগ বাস্তবায়িত হয়নি। ফলে নিরাপত্তা না থাকায় বহুতল ভবন বা দোকানপাটে কোনো অভিযান শুরু করতে গেলে তা উপরিমহলকে ম্যানেজ করে থামিয়ে দেন মালিকেরা। ফলে গজিয়ে ওঠা বহুতল ভবনের অগ্নিনির্বাপণের ব্যবস্থা খুবই দুর্বল বলে প্রতি মাসের পরিদর্শন মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে।
সরকারি-আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানপাট ঘুরে জানা গেছে, পৌর এলাকায় অন্তত ১৫টি বহুতল ভবন নির্মাণ হয়েছে ৮ থেকে ১৪ তলা পর্যন্ত। এসব ভবনে অগ্নিনির্বাপণে কার্যত কোনো ব্যবস্থা নেই। একটি ফায়ার এক্সটিংগুইশার ছাড়া আর কিছুই নেই। তবে সেটাও মেয়াদোত্তীর্ণ হিসেবে পাওয়া গেছে অনেক প্রতিষ্ঠানে।
মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর স্টেশনের মাস্টার মো. রুহুল আমীন আজকের পত্রিকাকে বলেন, ‘শহরের কোনো রেস্তোরাঁয় অগ্নিনির্বাপণের ভালো কোনো ব্যবস্থা রাখা হয়নি। কিছু রেস্তোরাঁ ছাদের ওপরে, সেগুলো বেশি ঝুঁকিপূর্ণ অগ্নিনির্বাপণে। এ ছাড়া বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ফায়ার সার্ভিস থেকে অনুমতি কেউ নেয়নি। বেশির ভাগ ঢাকা থেকে অনুমতি নিয়েছে। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মাগুরা ফায়ার সার্ভিসকেই এগিয়ে যেতে হয়।’
রুহুল আমীন আরও বলেন, ‘আগুন নেভানোর ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি হলো মই। আমাদের যে মই আছে তা একটি ভবনের তিনতলা পর্যন্ত আগুন নেভানোর সক্ষমতা আছে। এর বেশি তলায় ঘটনা ঘটলে সেটি নেভাতে গেলে অন্য জেলা থেকে মই আনতে হবে, যা সময় সাপেক্ষ বিষয়। যে কারণে মারাত্মক কিছু ঘটার ঝুঁকি অমূলক নয়।’
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১৬ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
২৮ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে