সাতক্ষীরা সীমান্ত থেকে ১১ স্বর্ণের বারসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ১৬

সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে ১১টি সোনার বারসহ জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার মধ্যরাতে ভোমরার লক্ষ্মীদাঁড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

আটক জাকির হোসেন (৩১) সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাঁড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে। 

সাতক্ষীরার ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বলেন, গোপন সংবাদে জানতে পারেন লক্ষ্মীদাঁড়ি সীমান্ত দিয়ে সোনার বড় একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা লক্ষ্মীদাঁড়ি সীমান্তে অভিযান চালিয়ে জাকির হোসেনকে আটক করেন। পরে তাঁকে তল্লাশি করে কোমরে প্যাঁচানো গামছার মধ্য থেকে ১১টি সোনার বার উদ্ধার করা হয়। 

উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দিয়ে আসামিকে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত