ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়াউর রহমান হলের ডেটাবেইস তৈরির জন্য তথ্য নিতে গেলে হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক আব্দুল জলিল পাঠানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রভোস্ট মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন প্রভোস্ট কাউন্সিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরের কাছে।
আজ বৃহস্পতিবার বিষয়টি জানান জিয়াউর রহমান হলের প্রভোস্ট আব্দুল জলিল পাঠান। তিনি বলেন, ‘আবাসিক ও অনাবাসিক ছাত্রদের ডেটাবেইস তৈরির জন্য তথ্য নিতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাকে লাঞ্ছিত করেছে। আগামী শনিবার হল বডি উপাচার্যের সঙ্গে দেখা করে এ ঘটনার প্রতিকার চাইব। উপাচার্য শতভাগ আবাসিকতার নির্দেশ দিলে হল বডি কাজ চালিয়ে যাবে।’
জানা যায়, এর আগে গত সোমবার হলের শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন হল প্রভোস্ট অধ্যাপক আব্দুল জলিল পাঠান। এতে আবাসিকতা করার বিষয়টি ওঠে। পরদিন মঙ্গলবার রাত ৯টার দিকে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের তথ্য নিতে হলের রুমগুলো পরিদর্শনে যাওয়াতেই ঘটে বিপত্তি। হলটির অধিকাংশ শিক্ষার্থী অনাবাসিক। অনাবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা হল থেকে নিচে নেমে চিল্লাচিল্লি শুরু করেন। এসব দেখে একপর্যায়ে হল প্রভোস্ট হল থেকে নিচে নেমে আসেন।
পরে প্রভোস্ট কার্যালয়ে বৈঠকে বসলে প্রভোস্টের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। তখন ছাত্রলীগ কর্মীরা প্রভোস্ট কার্যালয় থেকে বের হয়ে যান। বের হওয়ার পথে ছাত্রলীগের কর্মীরা প্রভোস্ট কার্যালয়ের একটি জানালার কাচ ভেঙে দেন।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘লাঞ্ছিত হওয়ার বিষয়টি জেনে আমরা শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে ডেকে কথা বলেছি। তারা আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ ছাড়া হলগুলো নিয়মের মধ্যেই চলবে।’
উল্লেখ্য, শাখা ছাত্রলীগের কমিটি দেওয়ার ছয় মাস পর গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে ফুলপরী নামে নবীন এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে। একই সঙ্গে তাঁদের হল ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত পিন্টু হোটেল নামে একটি খাবার দোকানে খাবার দিতে দেরি করায় মালিক পিন্টুকে মারধর ও হোটেলের চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র নেতা-কর্মীরা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়াউর রহমান হলের ডেটাবেইস তৈরির জন্য তথ্য নিতে গেলে হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক আব্দুল জলিল পাঠানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রভোস্ট মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন প্রভোস্ট কাউন্সিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরের কাছে।
আজ বৃহস্পতিবার বিষয়টি জানান জিয়াউর রহমান হলের প্রভোস্ট আব্দুল জলিল পাঠান। তিনি বলেন, ‘আবাসিক ও অনাবাসিক ছাত্রদের ডেটাবেইস তৈরির জন্য তথ্য নিতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাকে লাঞ্ছিত করেছে। আগামী শনিবার হল বডি উপাচার্যের সঙ্গে দেখা করে এ ঘটনার প্রতিকার চাইব। উপাচার্য শতভাগ আবাসিকতার নির্দেশ দিলে হল বডি কাজ চালিয়ে যাবে।’
জানা যায়, এর আগে গত সোমবার হলের শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন হল প্রভোস্ট অধ্যাপক আব্দুল জলিল পাঠান। এতে আবাসিকতা করার বিষয়টি ওঠে। পরদিন মঙ্গলবার রাত ৯টার দিকে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের তথ্য নিতে হলের রুমগুলো পরিদর্শনে যাওয়াতেই ঘটে বিপত্তি। হলটির অধিকাংশ শিক্ষার্থী অনাবাসিক। অনাবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা হল থেকে নিচে নেমে চিল্লাচিল্লি শুরু করেন। এসব দেখে একপর্যায়ে হল প্রভোস্ট হল থেকে নিচে নেমে আসেন।
পরে প্রভোস্ট কার্যালয়ে বৈঠকে বসলে প্রভোস্টের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। তখন ছাত্রলীগ কর্মীরা প্রভোস্ট কার্যালয় থেকে বের হয়ে যান। বের হওয়ার পথে ছাত্রলীগের কর্মীরা প্রভোস্ট কার্যালয়ের একটি জানালার কাচ ভেঙে দেন।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘লাঞ্ছিত হওয়ার বিষয়টি জেনে আমরা শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে ডেকে কথা বলেছি। তারা আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ ছাড়া হলগুলো নিয়মের মধ্যেই চলবে।’
উল্লেখ্য, শাখা ছাত্রলীগের কমিটি দেওয়ার ছয় মাস পর গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে ফুলপরী নামে নবীন এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে। একই সঙ্গে তাঁদের হল ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত পিন্টু হোটেল নামে একটি খাবার দোকানে খাবার দিতে দেরি করায় মালিক পিন্টুকে মারধর ও হোটেলের চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র নেতা-কর্মীরা।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে