বিজ্ঞপ্তি
ফার্নিচার ব্র্যান্ড ইশো প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে ইঞ্জিনিয়ারড কাঠের তৈরি ওরেব্রো সিরিজ। কাঠের আসবাবের জন্য পরিচিত এই ব্র্যান্ডটির নতুন বেডরুম কম্বো সেট পাওয়া যাচ্ছে তাদের স্টোর ও অনলাইনে। এই সিরিজের আসবাবগুলো পাওয়া যাচ্ছে বাজারের সেরা দামে।
স্ক্যান্ডিনেভিয়ান সরলতা দ্বারা অনুপ্রাণিত এবং চমৎকার ফিনিশিংয়ের সঙ্গে ইশো’র ওরেব্রো বেডরুম গ্রাহকদের দিচ্ছে বেড সাইড টেবিলসহ কুইন সাইজ বেডের দু’টি আলাদা সেট। নতুন বাসার শোয়ার ঘর সাজাতে আগ্রহী দম্পতিদের জন্য এটি হতে পারে একটি দারুণ সমাধান।
এই সিরিজের আওতায় একটি বেড সাইড টেবিলসহ কুইন-সাইজ বেড পাওয়া যাবে ৩২ হাজার ৪৯০ টাকায়, আর দু’টি বেড সাইড টেবিলসহ এই বেডের দাম হবে ৩৬ হাজার ৯৯০ টাকা।
ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, ‘আধুনিক জীবনধারার সঙ্গে খাপ খাওয়ার জন্য হালকা, টেকসই ও সাশ্রয়ী করে এই সিরিজের ফার্নিচারগুলো তৈরি করা হয়েছে। আসবাব ও বিছানায় নান্দনিক সরলতা নিয়ে আসার লক্ষ্যে আমরা আমাদের ওরেব্রো কুইন বেডরুম সেট নিয়ে এসেছি। নিজেদের স্বপ্নের বাড়ি গড়ে তুলতে চাইছেন এমন মানুষদের চিরকাল মনে রাখার মতো অভিজ্ঞতা দিতে করতে চায় ইশো। সেই লক্ষ্যে বাড়ির খোলা জায়গার সঠিক ব্যবহার করা আমাদের উদ্দেশ্য। নতুন এই সিরিজ আমাদের সেই উদ্দেশ্যের বাস্তবায়ন করতে পারবে।’
ইশো’র ৪৫টি ক্যাটাগরির ৪ হাজার ৫০০ টিরও বেশি পণ্য বিশ্বের বিভিন্ন স্থানের আসবাবশিল্প/সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। দেশে উৎপাদিত এর পণ্যগুলো নতুন ট্রেন্ড চালু করে আসছে। প্রতিষ্ঠানটির মূল দর্শন হলো ‘গ্লোবাল এম্বিশন, লোকালি মেইড’। এর ফলে ইশো'র আসবাবের মান ও ফিনিশিং আন্তর্জাতিক পর্যায়ের হয়ে থাকে। এই কারণে বিদেশি আসবাব আমদানির ওপর দেশের নির্ভরতাও কমে ও খরচ হ্রাস পায়। বিভিন্ন উপাদান ও রঙের ইশো'র আসবাবপত্র আধুনিক গ্রাহকদের রুচি ও জীবনধারার সঙ্গে মানানসই।
ওরেব্রো’র স্ট্রিপড-ডাউন লুকের কারণে প্রিন্ট, এমব্রয়ডারি ও বিভিন্ন ধরনের প্যাটার্নযুক্ত কাপড়, বিছানা এবং অন্য বেডরুমের সাজসজ্জার উপাদানগুলো বেশ সুন্দরভাবে ফুটে ওঠে। চমৎকার এই আইটেমগুলো পাওয়া যাচ্ছে ইশো স্টোরে।
ফার্নিচার ব্র্যান্ড ইশো প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে ইঞ্জিনিয়ারড কাঠের তৈরি ওরেব্রো সিরিজ। কাঠের আসবাবের জন্য পরিচিত এই ব্র্যান্ডটির নতুন বেডরুম কম্বো সেট পাওয়া যাচ্ছে তাদের স্টোর ও অনলাইনে। এই সিরিজের আসবাবগুলো পাওয়া যাচ্ছে বাজারের সেরা দামে।
স্ক্যান্ডিনেভিয়ান সরলতা দ্বারা অনুপ্রাণিত এবং চমৎকার ফিনিশিংয়ের সঙ্গে ইশো’র ওরেব্রো বেডরুম গ্রাহকদের দিচ্ছে বেড সাইড টেবিলসহ কুইন সাইজ বেডের দু’টি আলাদা সেট। নতুন বাসার শোয়ার ঘর সাজাতে আগ্রহী দম্পতিদের জন্য এটি হতে পারে একটি দারুণ সমাধান।
এই সিরিজের আওতায় একটি বেড সাইড টেবিলসহ কুইন-সাইজ বেড পাওয়া যাবে ৩২ হাজার ৪৯০ টাকায়, আর দু’টি বেড সাইড টেবিলসহ এই বেডের দাম হবে ৩৬ হাজার ৯৯০ টাকা।
ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, ‘আধুনিক জীবনধারার সঙ্গে খাপ খাওয়ার জন্য হালকা, টেকসই ও সাশ্রয়ী করে এই সিরিজের ফার্নিচারগুলো তৈরি করা হয়েছে। আসবাব ও বিছানায় নান্দনিক সরলতা নিয়ে আসার লক্ষ্যে আমরা আমাদের ওরেব্রো কুইন বেডরুম সেট নিয়ে এসেছি। নিজেদের স্বপ্নের বাড়ি গড়ে তুলতে চাইছেন এমন মানুষদের চিরকাল মনে রাখার মতো অভিজ্ঞতা দিতে করতে চায় ইশো। সেই লক্ষ্যে বাড়ির খোলা জায়গার সঠিক ব্যবহার করা আমাদের উদ্দেশ্য। নতুন এই সিরিজ আমাদের সেই উদ্দেশ্যের বাস্তবায়ন করতে পারবে।’
ইশো’র ৪৫টি ক্যাটাগরির ৪ হাজার ৫০০ টিরও বেশি পণ্য বিশ্বের বিভিন্ন স্থানের আসবাবশিল্প/সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। দেশে উৎপাদিত এর পণ্যগুলো নতুন ট্রেন্ড চালু করে আসছে। প্রতিষ্ঠানটির মূল দর্শন হলো ‘গ্লোবাল এম্বিশন, লোকালি মেইড’। এর ফলে ইশো'র আসবাবের মান ও ফিনিশিং আন্তর্জাতিক পর্যায়ের হয়ে থাকে। এই কারণে বিদেশি আসবাব আমদানির ওপর দেশের নির্ভরতাও কমে ও খরচ হ্রাস পায়। বিভিন্ন উপাদান ও রঙের ইশো'র আসবাবপত্র আধুনিক গ্রাহকদের রুচি ও জীবনধারার সঙ্গে মানানসই।
ওরেব্রো’র স্ট্রিপড-ডাউন লুকের কারণে প্রিন্ট, এমব্রয়ডারি ও বিভিন্ন ধরনের প্যাটার্নযুক্ত কাপড়, বিছানা এবং অন্য বেডরুমের সাজসজ্জার উপাদানগুলো বেশ সুন্দরভাবে ফুটে ওঠে। চমৎকার এই আইটেমগুলো পাওয়া যাচ্ছে ইশো স্টোরে।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৪২ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে