মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর ও গজারিয়া উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে। এতে শ্রীনগর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফিজুল ইসলাম খানসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপির।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার শ্রীনগর-দোহার বাইপাস সড়কে বিএনপির বিক্ষোভ মিছিলে এ হামলার ঘটনা ঘটে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি শ্রীনগর বাইপাস এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ছাত্রলীগ পাল্টা মিছিল করে ওই এলাকায় এসে বিএনপির মিছিলে হামলা চালায়।
মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মাসুদ রানা বলেন, সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জের শ্রীনগরেও বিএনপির শান্তি শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ বিনা উসকানিতে তাদের মিছিলে হামলা করেছে। অন্তত ২০ জন নেতাকর্মীকে মারধর করে আহত করেছে তারা।
তবে পাল্টা অভিযোগ করেছেন শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইম ইসলাম প্রিন্স। তিনি বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীনগর বাইপাস এলাকায় শোক র্যালি করছিলাম। হঠাৎ বিএনপির কিছু চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের শোক মিছিলে হামলা করে। এই ঘটনায় আমিসহ ছাত্রলীগের অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছে। আমরা শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি।’
এ ব্যাপারে জানতে চাইলে শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘শুক্রবার বাইপাস এলাকায় ছাত্রলীগের একটি কর্মসূচি চলছিল। এ সময় পাশ দিয়ে বিএনপির মিছিল যাওয়ার সময় সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
এদিকে, প্রায় একই সময়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন বলেন, ‘সকাল ১০টায় বিএনপি গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করতে গেলে বাধার মুখে পড়ে। স্থান পরিবর্তন করে রসুলপুর থেকে উপজেলা খেয়াঘাট সংলগ্ন সড়কে গিয়ে সমাবেশ করেন তাঁরা।’
বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের হামলায় সেখানে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মজিবুর রহমান, গজারিয়া উপজেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম, রনি মাষ্টার, তোফাজ্জলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মুন্সিগঞ্জের শ্রীনগর ও গজারিয়া উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে। এতে শ্রীনগর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফিজুল ইসলাম খানসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপির।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার শ্রীনগর-দোহার বাইপাস সড়কে বিএনপির বিক্ষোভ মিছিলে এ হামলার ঘটনা ঘটে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি শ্রীনগর বাইপাস এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ছাত্রলীগ পাল্টা মিছিল করে ওই এলাকায় এসে বিএনপির মিছিলে হামলা চালায়।
মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মাসুদ রানা বলেন, সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জের শ্রীনগরেও বিএনপির শান্তি শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ বিনা উসকানিতে তাদের মিছিলে হামলা করেছে। অন্তত ২০ জন নেতাকর্মীকে মারধর করে আহত করেছে তারা।
তবে পাল্টা অভিযোগ করেছেন শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইম ইসলাম প্রিন্স। তিনি বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীনগর বাইপাস এলাকায় শোক র্যালি করছিলাম। হঠাৎ বিএনপির কিছু চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের শোক মিছিলে হামলা করে। এই ঘটনায় আমিসহ ছাত্রলীগের অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছে। আমরা শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি।’
এ ব্যাপারে জানতে চাইলে শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘শুক্রবার বাইপাস এলাকায় ছাত্রলীগের একটি কর্মসূচি চলছিল। এ সময় পাশ দিয়ে বিএনপির মিছিল যাওয়ার সময় সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
এদিকে, প্রায় একই সময়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন বলেন, ‘সকাল ১০টায় বিএনপি গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করতে গেলে বাধার মুখে পড়ে। স্থান পরিবর্তন করে রসুলপুর থেকে উপজেলা খেয়াঘাট সংলগ্ন সড়কে গিয়ে সমাবেশ করেন তাঁরা।’
বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের হামলায় সেখানে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মজিবুর রহমান, গজারিয়া উপজেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম, রনি মাষ্টার, তোফাজ্জলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২২ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে