পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কৃষক নজরুল ইসলাম। ব্ল্যাকবেবী জাতের তরমুজ চাষ করে আয় করেছেন লাখ টাকা। গ্রীষ্মকালীন এ জাতের তরমুজ চাষে তিনি সফলতা পেয়েছেন। মাত্র তিন মাসে তরমুজ চাষ করে তিনি এ টাকা লাভ করেন। তাঁর এ সফলতা দেখে অন্য চাষিরাও এ জাতের তরমুজ চাষে আগ্রহ দেখাচ্ছেন।
নজরুল ইসলাম উপজেলার চণ্ডীপাশা গ্রামের বাসিন্দা। তিনি নিজের এক বিঘা (৩৫ শতক) জমিতে কৃষি বিভাগের পরামর্শে প্রদর্শনী হিসেবে ব্ল্যাকবেবী জাতের গ্রীষ্মকালীন তরমুজের আবাদ করেন।
কৃষক নজরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ জুন প্রথমে কোকোপিটের মাধ্যমে ট্রেতে বীজ বপন করে তরমুজের চারা তৈরি করেন। এরপর ২৫ জুন জমিতে চারা রোপণ করেন। চারা রোপণের ৭০-৭৫ দিন বয়সের মধ্যে ফলন উত্তোলন শুরু হয়েছে।
নজরুল ইসলাম বলেন, ‘কৃষি বিভাগের পরামর্শে প্রদর্শনী হিসেবে ৩৫ শতাংশ জমিতে ব্ল্যাকবেবী জাতের ১ হাজার ৫০০ চারা রোপণ করি। প্রতিটি গাছে ২-৩টি করে তরমুজ ধরেছে। প্রতিটি তরমুজ ৩-৪ কেজি ওজনের হয়েছে। বৃহস্পতিবার প্রথম বাগান থেকে তরমুজ উত্তোলন করি। প্রায় তিন হাজার কেজি তরমুজ উত্তোলন করা হয়েছে। বাগান থেকেই পাইকাররা ৪০ টাকা কেজি ধরে কিনে নিয়ে গেছেন।
তিনি আরও বলেন, প্রথম ধাপেই এক লাখ ২০ হাজার টাকা বিক্রি করেছেন। আর দুই বার তরমুজ উত্তোলন করা যাবে। তা থেকে আরও প্রায় ৫০ হাজার টাকা আয় হবে। জমি আবাদে ৪০ হাজার টাকা খরচ বাদে লাখ টাকার বেশি তার আয় থাকবে বলে জানান।
সরেজমিনে চন্ডীপাশা ব্লকের ওই বাগানে গিয়ে দেখা গেছে, মাচায় ঝুলে আছে অসংখ্য তরমুজ। প্রতিটি গাছে ৩-৪টি করে তরমুজ ধরেছে। প্রত্যেকটির ওজন প্রায় তিন থেকে চার কেজি করে হবে। প্রতিটি তরমুজ প্লাস্টিকের জালের ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়েছে। বাইরে থেকে সবুজ রং, ভেতরে টকটকে লাল, খেতে বেশ আর সুস্বাদু।
চন্ডীপাশা ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশনায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ওই ব্লকের কৃষক নজরুল ইসলামেরর ৩৫ শতক জমিতে ব্ল্যাকবেবী জাতের তরমুজ আবাদের প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। এতে তিনি বেশ সফলতা পেয়েছেন। কয়েক মাসের ব্যবধানে তিনি লাখ টাকা আয় করতে পেরেছেন। এতে তিনি আর্থিকভাবে বেশ লাভবান হয়েছেন।
জাহাঙ্গীর আলম আরও বলেন, জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার করা এবং কীটনাশক ব্যবহার হ্রাস করার জন্য হলুদ রঙের ট্র্যাপ ও সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। এতে যেমন জমির গুণগত মান বজায় থাকছে পাশাপাশি বিষমুক্ত ফলন পাওয়া যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই-আলম বলেন, কৃষি এখন লাভ জনক একটি পেশা। কৃষকদের উচ্চ ফলশীল দামি ফসল উৎপাদনে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। এতে কৃষকেরা কম সময়ে অধিক লাভবান হচ্ছেন। এসব উচ্চ মূল্যের ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়ছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কৃষক নজরুল ইসলাম। ব্ল্যাকবেবী জাতের তরমুজ চাষ করে আয় করেছেন লাখ টাকা। গ্রীষ্মকালীন এ জাতের তরমুজ চাষে তিনি সফলতা পেয়েছেন। মাত্র তিন মাসে তরমুজ চাষ করে তিনি এ টাকা লাভ করেন। তাঁর এ সফলতা দেখে অন্য চাষিরাও এ জাতের তরমুজ চাষে আগ্রহ দেখাচ্ছেন।
নজরুল ইসলাম উপজেলার চণ্ডীপাশা গ্রামের বাসিন্দা। তিনি নিজের এক বিঘা (৩৫ শতক) জমিতে কৃষি বিভাগের পরামর্শে প্রদর্শনী হিসেবে ব্ল্যাকবেবী জাতের গ্রীষ্মকালীন তরমুজের আবাদ করেন।
কৃষক নজরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ জুন প্রথমে কোকোপিটের মাধ্যমে ট্রেতে বীজ বপন করে তরমুজের চারা তৈরি করেন। এরপর ২৫ জুন জমিতে চারা রোপণ করেন। চারা রোপণের ৭০-৭৫ দিন বয়সের মধ্যে ফলন উত্তোলন শুরু হয়েছে।
নজরুল ইসলাম বলেন, ‘কৃষি বিভাগের পরামর্শে প্রদর্শনী হিসেবে ৩৫ শতাংশ জমিতে ব্ল্যাকবেবী জাতের ১ হাজার ৫০০ চারা রোপণ করি। প্রতিটি গাছে ২-৩টি করে তরমুজ ধরেছে। প্রতিটি তরমুজ ৩-৪ কেজি ওজনের হয়েছে। বৃহস্পতিবার প্রথম বাগান থেকে তরমুজ উত্তোলন করি। প্রায় তিন হাজার কেজি তরমুজ উত্তোলন করা হয়েছে। বাগান থেকেই পাইকাররা ৪০ টাকা কেজি ধরে কিনে নিয়ে গেছেন।
তিনি আরও বলেন, প্রথম ধাপেই এক লাখ ২০ হাজার টাকা বিক্রি করেছেন। আর দুই বার তরমুজ উত্তোলন করা যাবে। তা থেকে আরও প্রায় ৫০ হাজার টাকা আয় হবে। জমি আবাদে ৪০ হাজার টাকা খরচ বাদে লাখ টাকার বেশি তার আয় থাকবে বলে জানান।
সরেজমিনে চন্ডীপাশা ব্লকের ওই বাগানে গিয়ে দেখা গেছে, মাচায় ঝুলে আছে অসংখ্য তরমুজ। প্রতিটি গাছে ৩-৪টি করে তরমুজ ধরেছে। প্রত্যেকটির ওজন প্রায় তিন থেকে চার কেজি করে হবে। প্রতিটি তরমুজ প্লাস্টিকের জালের ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়েছে। বাইরে থেকে সবুজ রং, ভেতরে টকটকে লাল, খেতে বেশ আর সুস্বাদু।
চন্ডীপাশা ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশনায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ওই ব্লকের কৃষক নজরুল ইসলামেরর ৩৫ শতক জমিতে ব্ল্যাকবেবী জাতের তরমুজ আবাদের প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। এতে তিনি বেশ সফলতা পেয়েছেন। কয়েক মাসের ব্যবধানে তিনি লাখ টাকা আয় করতে পেরেছেন। এতে তিনি আর্থিকভাবে বেশ লাভবান হয়েছেন।
জাহাঙ্গীর আলম আরও বলেন, জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার করা এবং কীটনাশক ব্যবহার হ্রাস করার জন্য হলুদ রঙের ট্র্যাপ ও সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। এতে যেমন জমির গুণগত মান বজায় থাকছে পাশাপাশি বিষমুক্ত ফলন পাওয়া যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই-আলম বলেন, কৃষি এখন লাভ জনক একটি পেশা। কৃষকদের উচ্চ ফলশীল দামি ফসল উৎপাদনে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। এতে কৃষকেরা কম সময়ে অধিক লাভবান হচ্ছেন। এসব উচ্চ মূল্যের ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়ছে।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে