নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফসা আক্তার কাকলী (২৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে তাঁর স্বামী সাইফুল ইসলাম শাকিল (৩২) পলাতক রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় হাফসাকে প্রথমে ইউএস-বাংলা হাসপাতাল ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।’
নিহত কাকলী রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভড়াপাড়া গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে। তিনি সাইফা আক্তার (৫) আবদুল্লাহ (২) নামে দুই সন্তানের মা।
নিহতের পরিবারের লোকজন জানান, ছয় বছর আগে কাকলী ও সাইফুলের বিয়ে হয়। সম্প্রতি সাইফুল অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। গত ১১ জানুয়ারি বিকেলে কাকলী তাঁর ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় সাইফুল ও কাকলীর মধ্যে ঝগড়া হয়।
নিহতের পরিবারের লোকজন আরও জানান, গতকাল রাতে সাইফুল কাকলীকে পিটিয়ে জখম করেন। কাকলীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গতকাল মধ্যরাতে ঢাকা মেডিকেলে মারা যান তিনি।
কাকলীর মৃত্যুর খবর পেয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যান। কাকলীর হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে।
এই ঘটনায় কাকলীর বাবা ইসমাঈল মিয়া বাদী হয়ে মেয়ের স্বামীসহ পাঁচজনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফসা আক্তার কাকলী (২৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে তাঁর স্বামী সাইফুল ইসলাম শাকিল (৩২) পলাতক রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় হাফসাকে প্রথমে ইউএস-বাংলা হাসপাতাল ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।’
নিহত কাকলী রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভড়াপাড়া গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে। তিনি সাইফা আক্তার (৫) আবদুল্লাহ (২) নামে দুই সন্তানের মা।
নিহতের পরিবারের লোকজন জানান, ছয় বছর আগে কাকলী ও সাইফুলের বিয়ে হয়। সম্প্রতি সাইফুল অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। গত ১১ জানুয়ারি বিকেলে কাকলী তাঁর ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় সাইফুল ও কাকলীর মধ্যে ঝগড়া হয়।
নিহতের পরিবারের লোকজন আরও জানান, গতকাল রাতে সাইফুল কাকলীকে পিটিয়ে জখম করেন। কাকলীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গতকাল মধ্যরাতে ঢাকা মেডিকেলে মারা যান তিনি।
কাকলীর মৃত্যুর খবর পেয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যান। কাকলীর হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে।
এই ঘটনায় কাকলীর বাবা ইসমাঈল মিয়া বাদী হয়ে মেয়ের স্বামীসহ পাঁচজনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে