শ্যামপুর ও কদমতলী (ঢাকা) প্রতিনিধি
পাল্টে গেছে রাজধানীর জুরাইন ফ্লাইওভারের চিত্র। নানান রঙে রাঙানো হয়েছে ফ্লাইওভারের পিলার ও দেয়াল। শুধু তাই নয়, এখানে শিক্ষার্থীরা এঁকেছেন নানা আলপনা। লিখেছেন অনেক উপদেশমূলক বাণী। তবে নেই রাজনৈতিক দলের কোনো নেতার ছবি, নেই রাজনৈতিক স্লোগান।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-মাওয়া সড়কের জুরাইন এলাকার ফ্লাইওভারের নিচে রয়েছে কয়েকটি মোটা পিলার এবং চারদিকে রয়েছে কয়েকটি নিচু দেয়াল। এসব পিলার ও দেয়ালে রং দিয়ে নানা আলপনা ও ছবি এঁকেছেন কয়েকশ ছাত্র-ছাত্রী। পিলারে তাঁরা শহীদ মিনার ও গ্রামগঞ্জের অনেক চিত্র তুলে ধরেছেন। এখানে লেখা রয়েছে ‘এখানে প্রস্রাব করা নিষেধ’, ‘নামাজ কায়েম করুন’, ‘মানুষের চেয়ে নহে কিছু বড় নহে কিছু মহীয়ান’ ইত্যাদি উপদেশমূলক বাণীও।
গত কয়েক দিন ধরে শিক্ষার্থীরা এই ফ্লাইওভারের নিচে কয়েক বছরের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। বন্ধ হয়েছে পাবলিকের প্রস্রাব করা। ফলে ফ্লাইওভারের নিচের অংশ হয়েছে চকচকে ও দূর হয়েছে প্রস্রাবের দুর্গন্ধ।
শিক্ষার্থী সুমন বলেন, ‘এত দিন ফ্লাইওভারের নিচের পিলার ও দেয়ালে এবং এর আশপাশে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গিয়েছিল। সৌন্দর্য হারিয়েছিল ফ্লাইওভারের পরিবেশ। তাই আমরা এসব পরিষ্কার করে পিলার ও দেয়ালে সৌন্দর্য বর্ধনে রং দিয়ে বিভিন্ন ধরনের ছবি ও আলপনা আঁকছি। তবে আমরা কোনো দলের হয়ে কাজ করছি না বা কোনো রাজনৈতিক স্লোগানও লিখছি না।’
আরেক শিক্ষার্থী শায়লা বলেন, ‘আমাদের আন্দোলনের স্মৃতি ধরে রাখতে এসব সমাজ সেবামূলক কাজ করছি। কিন্তু জানি না আমরা চলে গেলে এসব ঠিক থাকবে কিনা। তবে আমরা পর্যায়ক্রমে এখানকার এই ফ্লাইওভারের সব পিলার ও দেয়াল রাঙাব।’
এলাকার বাসিন্দা জামান বলেন, এত দিন ফ্লাইওভারের নিচে ময়লা-আবর্জনায় নোংরা হয়ে ছিল। সে সঙ্গে প্রস্রাবের দুর্গন্ধে নাক চেপে হাঁটতে হতো। এখন আর সেসব নেই। পাল্টে গেছে এখানকার চেহারা। কিন্তু এটা কত দিন থাকে, সেটাই দেখার বিষয়।
পাল্টে গেছে রাজধানীর জুরাইন ফ্লাইওভারের চিত্র। নানান রঙে রাঙানো হয়েছে ফ্লাইওভারের পিলার ও দেয়াল। শুধু তাই নয়, এখানে শিক্ষার্থীরা এঁকেছেন নানা আলপনা। লিখেছেন অনেক উপদেশমূলক বাণী। তবে নেই রাজনৈতিক দলের কোনো নেতার ছবি, নেই রাজনৈতিক স্লোগান।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-মাওয়া সড়কের জুরাইন এলাকার ফ্লাইওভারের নিচে রয়েছে কয়েকটি মোটা পিলার এবং চারদিকে রয়েছে কয়েকটি নিচু দেয়াল। এসব পিলার ও দেয়ালে রং দিয়ে নানা আলপনা ও ছবি এঁকেছেন কয়েকশ ছাত্র-ছাত্রী। পিলারে তাঁরা শহীদ মিনার ও গ্রামগঞ্জের অনেক চিত্র তুলে ধরেছেন। এখানে লেখা রয়েছে ‘এখানে প্রস্রাব করা নিষেধ’, ‘নামাজ কায়েম করুন’, ‘মানুষের চেয়ে নহে কিছু বড় নহে কিছু মহীয়ান’ ইত্যাদি উপদেশমূলক বাণীও।
গত কয়েক দিন ধরে শিক্ষার্থীরা এই ফ্লাইওভারের নিচে কয়েক বছরের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। বন্ধ হয়েছে পাবলিকের প্রস্রাব করা। ফলে ফ্লাইওভারের নিচের অংশ হয়েছে চকচকে ও দূর হয়েছে প্রস্রাবের দুর্গন্ধ।
শিক্ষার্থী সুমন বলেন, ‘এত দিন ফ্লাইওভারের নিচের পিলার ও দেয়ালে এবং এর আশপাশে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গিয়েছিল। সৌন্দর্য হারিয়েছিল ফ্লাইওভারের পরিবেশ। তাই আমরা এসব পরিষ্কার করে পিলার ও দেয়ালে সৌন্দর্য বর্ধনে রং দিয়ে বিভিন্ন ধরনের ছবি ও আলপনা আঁকছি। তবে আমরা কোনো দলের হয়ে কাজ করছি না বা কোনো রাজনৈতিক স্লোগানও লিখছি না।’
আরেক শিক্ষার্থী শায়লা বলেন, ‘আমাদের আন্দোলনের স্মৃতি ধরে রাখতে এসব সমাজ সেবামূলক কাজ করছি। কিন্তু জানি না আমরা চলে গেলে এসব ঠিক থাকবে কিনা। তবে আমরা পর্যায়ক্রমে এখানকার এই ফ্লাইওভারের সব পিলার ও দেয়াল রাঙাব।’
এলাকার বাসিন্দা জামান বলেন, এত দিন ফ্লাইওভারের নিচে ময়লা-আবর্জনায় নোংরা হয়ে ছিল। সে সঙ্গে প্রস্রাবের দুর্গন্ধে নাক চেপে হাঁটতে হতো। এখন আর সেসব নেই। পাল্টে গেছে এখানকার চেহারা। কিন্তু এটা কত দিন থাকে, সেটাই দেখার বিষয়।
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১১ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
২৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে