ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ২২: ৪১

ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করবে সরকার। কমিটির প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

আজ জাতীয় একটি দৈনিকে ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রকাশিত রিপোর্ট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘এটা নিয়ে আমরা খতিয়ে দেখছি। এই প্রতিবেদনটার সত্যতা কতটুকু। পত্রিকাগুলো যেভাবে রিপোর্ট করছে, সেই রিপোর্টের আলোকে আমরা বলতে পারি, আমরা সংবাদপত্রের স্বাধীনতাকে বিশ্বাস করি। ঠিক একই মুহূর্তে আমরা আশা করব, পত্রিকাগুলো যেন তাদের সংবাদ পরিবেশনায় কোনো ধরনের ডিসইনফরমেশন তথ্য না ছড়ায়।’ 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘হাই লেভেল (উচ্চপর্যায়ের) একটি কমিটি হবে। সেখানে কিছু জ্যেষ্ঠ সাংবাদিককেও অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। এই রিপোর্টে যে ধরনের অভিযোগ আসছে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। তাঁদের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’ 

তবে উচ্চপর্যায়ের কমিটি কীভাবে গঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 

সংবাদপত্রের স্বাধনতার সুবর্ণ সময় উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা আশা করছি, সবাই দায়িত্বশীল সমাধান করবে। যে সাংবাদিকতা দেশকে এগিয়ে নিয়ে যায়। যে সাংবাদিকতা আমাদের জবাবদিহিতায় নিয়ে আসে। স্যার (প্রধান উপদেষ্টা) কিন্তু বলেছেন, আমাদের ক্রিটিসাইজ করেন। কিন্তু এমন যদি হয়, ফেক নিউজ ছড়াচ্ছে। আপনারা জানেন যে আগে কালবেলায় রিপোর্ট এসেছে তিন কোটি টাকার যে রিপোর্টটা, এটা অনুসন্ধান করে দেখা যাচ্ছে যে এই রিপোর্টটা ঠিক ছিল না।’ 

ডিসি নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অস্থিরতার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমার তো মনে হয় যথেষ্ট স্বচ্ছতা রেখে কাজ করা হচ্ছে। যে ধরনের প্রোটেস্ট হচ্ছে, কাজগুলো যথেষ্ট স্বচ্ছতা ও জবাবদিহি রেখেই করা হচ্ছে। যে রিপোর্টগুলো আসে, অনেক বেশি অস্থির। আমরা অস্থিরতা দেখছি না।’ 

জনপ্রশাসন মন্ত্রণালয় দক্ষতা দেখাতে পারছে না। তাঁদের আদেশ সংশোধন করতে হচ্ছে। এই মন্ত্রণালয়ে সমস্যা আছে বলে মনে করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয়, যেটা হচ্ছে—সেটা হচ্ছে কাজগুলো অনেক ধীর স্থিরভাবে করা হচ্ছে। ১৫টা বছর ধরে একটা স্বৈরাচার ছিল। তাদের অনেকে সহযোগী ছিল। এ সরকার চাইবে না তারা আবারও বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে থাকুক। এটাকে সামনে রেখে আমরা দেখছি কাকে কোথায়...তারপরও কিছু মিসটেক হয় না যে সেটাতো নয়। পুরো প্রশাসনে হাজার হাজার আমলা আছে। এখানে একটা–দুইটা বদলি-প্রমোশন দেখে যদি আপনি মনে করেন প্রশাসন অস্থিরতা চলছে, এটা ঠিক যায় না। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি শুচিতা শারমিন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ছিলেন। তিনি কোন প্রক্রিয়ায় নিয়োগ পেলেন—এমন প্রশ্নে শফিকুল আলম সাংবাদিকদের বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে লেখার অনুরোধ করেন। তিনি বলেন, ‘আপনারা লেখেন। এটা নিয়ে লিখলে যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টিপাত করবে। একটা–দুইটা বিচ্ছিন্ন ঘটনাকে সামনে সাধারণীকরণ করবেন না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত